প্যাসিভ স্মোকিংয়ের ফলে ওবেসিটি বাড়ছে শিশুদের
আগেই গবেষণায় দেখা গিয়েছিল, প্যাসিভ স্মোকারদের মধ্যে স্ট্রোকের সম্ভাবনা বাড়ছে। এবার নতুন সংযোজন শিশুদের ওবেসিটি। দেখা দেয় ডায়াবিটিসের মতো রোগও।
প্যাসিভ স্মোকিং সরাসরি ধূমপানের মতোই ক্ষতিকর। নতুন গবেষণায় দেখা গিয়েছে, প্যাসিভ স্মোকিংয়ের ফলে বাচ্চাদের ওজন বেড়ে যায় বহুগুণে। হৃদরোগের সম্ভাবনাও বাড়িয়ে দেয় অনেকাংশে। দেখা দেয় ডায়াবিটিসের মতো রোগও।
সাত থেকে এগারো বছরের বাচ্চাদের নিয়ে পরীক্ষা চালানোর পর দেখা গিয়েছে, প্যাসিভ স্মোকিংয়ের ফলে শিশুর পেট ঝুলে পড়ে। ফ্যাটের মাত্রা বেড়ে যায় শরীরে। বেঢপ আকার ধারণ করে বাচ্চার শরীর।
আগেই গবেষণায় দেখা গিয়েছিল, প্যাসিভ স্মোকারদের মধ্যে স্ট্রোকের সম্ভাবনা বাড়ছে। এবার নতুন সংযোজন শিশুদের ওবেসিটি। সেই সঙ্গে, বাচ্চাদের মধ্যে জড়ত্বও লক্ষ্য করা যায়। বুদ্ধির বিকাশ হয় না ঠিকমতো।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন