রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রকাশক হত্যায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ ও ইইউয়ের নিন্দা

জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন এবং ব্লগার, প্রকাশক ও মুক্তমতের চর্চাকারীদের উপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে রবিবার বিকেলে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই নিন্দা প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের বার্তায় বলা হয়, ৩১শে অক্টোবর প্রকাশক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপন, আহমেদুর রশীদ টুটুল এবং আরো দুই জনের ওপর যে কাপুরুষোচিত হামলা হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। নিহতদের পরিবার, বন্ধু এবং বাংলাদেশী জনগণের প্রতি আমরা সহানুভূতি জানাই।

বার্তায় আরো বলা হয়, এই বছরের শুরুতে নিলয় চক্রবর্তী, ওয়াসিকুর রহমান, অনন্তবিজয় দাশ এবং অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের মতো এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডগুলো সহিংস চরমপন্থা রুখতে আমাদের উভয় সরকারের যৌথ প্রচেষ্টার গুরুত্বের ওপরই জোর দেয়। যে সকল বাংলাদেশী এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে আমরা তাদের পাশে আছি এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা কাজ করে যাব।

প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং আরো তিনজন ব্লগার ও প্রকাশকের উপর সহিংস হামলার ঘটনায় এর আগে নিন্দা প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডব্লিউ ওয়াটসকিন।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডব্লিউ ওয়াটসকিন বলেন, অনাকাঙ্খিত এসব হত্যাকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের পক্ষ থেকে নিন্দা প্রকাশ করা উচিত। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি আরো বলেন, যে সকল নাগরিক এখনো নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন অনতিবিলম্বে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ফয়সাল আরেফিন দীপনকে হত্যা, আহমেদুর রশীদ টুটুল, তারেক রহীম ও রণদীপম বসুর উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনা মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত ও নিয়ন্ত্রণ করে।

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে শনিবার বিকেলে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও চিন্তক আবুল কাসেম ফজলুল হকের ছেলে।

এ ছাড়া একই দিন তার আগে রাজধানীর মোহাম্মদপুরে শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা চালিয়ে নিহত ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ও দুই ব্লগারকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত হন শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক, গবেষক ও ব্লগার সুদীপ কুমার ওরফে রণদীপম বসু ও তারেক রহিম। আহতরা এখনো চিকিৎসাধীন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ