প্রকাশ্যে নগ্ন শরীর দেখিয়ে বিতর্কের ঝড় তুলেছেন যেসব বলিউড নায়িকারা! (ভিডিওসহ)

সাধারণভাবে বিতর্কের নামগন্ধও কোথাও ছিল না। কিন্তু যেই সাংবাদিকদের সামনে ব্যায়াম করা শুরু করলেন অঙ্কিতা তখনই বোঝা গেল তাঁর পোশাকটিতে গোলমাল রয়েছে। সেই পোশাক যতটা শরীর ঢাকার কথা ততটা ঠিক ঢাকছে না। ফল যা হবার তাই হল।
বিতর্ক আর বলিউড তো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বলিউড নায়িকারা অনেক সময়েই এমন সব পোশাক পরে হাজির হয়েছেন সামাজিক অনুষ্ঠানে যে তাঁদের নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রকাশ্যে অতিরিক্ত শরীর প্রদর্শনের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। সেই শরীর প্রদর্শন ইচ্ছাকৃত, নাকি ভুলবশত তা অবশ্য তাঁরাই জানেনে। আপাতত এখানে রইল সেরকমই কিছু বিতর্কিত মুহূর্তের হদিশ—
১. পরিনীতি চোপড়া: একদা কোনও এক অনুষ্ঠানে এমন একটি টাইট সিঙ্গল পিস পোশাক পরে হাজির হন পরিনীতি যেটা সামান্য টান পড়লেই ছিঁড়ে যেতে পারে। এবং কিছু বাদে তা সত্যি ছিঁড়ে যায়ও। আর এমনই কপাল যে, পোশাকটি ছেঁড়ে একেবারে জায়গামতো। পরিনীতির শরীরের পিছন দিকের গোপন অংশ প্রকাশ্য হয়ে পড়ে এর ফলে।
https://youtu.be/yo9f_pbbd_c
২. আলিয়া ভট্ট: আলিয়া গিয়েছিলেন ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ছবির প্রচারের কাজে। সঙ্গে ছিলেন বরুণ ধওয়ান। সাংবাদিক সম্মেলন চলাকালীন হঠাৎই আলিয়াকে কোলে তুলে নেন বরুণ। আলিয়ার নিম্মাঙ্গের পোশাকটি ছিল একটু বেশিই পাতলা। পরিণামে কী ঘটে তা ছবি দেখলেই বুঝবেন।
https://youtu.be/WV2KYa5DLyo
৩. অঙ্কিতা শোরে: প্রাক্তন এই মিস ইন্ডিয়া গিয়েছিলেন মুম্বইয়ের একটি ফিটনেস সেন্টারের উদ্বোধনে। বেশ হাসিখুশি ছিলেন অঙ্কিতা। সাধারণভাবে বিতর্কের নামগন্ধও কোথাও ছিল না। কিন্তু যেই সাংবাদিকদের সামনে ব্যায়াম করা শুরু করলেন অঙ্কিতা তখনই বোঝা গেল তাঁর পোশাকটিতে গোলমাল রয়েছে। সেই পোশাক যতটা শরীর ঢাকার কথা ততটা ঠিক ঢাকছে না। ফল যা হবার তাই হল।
https://youtu.be/KO6MdyBp7wk
৪. গৌহর খান: একটি নামজাদা ফ্যাশান শো-এর মডেল হিসেবে এমন একটি পোশাক পরে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন গৌহর যার পিছন দিকে অনেকটা ছেঁড়া ছিল। গৌহরের শরীরের গোপন অংশের অনেকটাই উন্মোচিত হয়ে পড়ে। ফলত পাছা ঢেকে দ্রুত পলায়ন।
৫. করিনা কপুর: ২০০৯ সালের এই ছবিটি তোলা হয় একটি পুরস্কার জ্ঞাপন অনুষ্ঠানে। করিনার পরনের গাউনের স্ট্র্যাপটি হঠাৎই বিপজ্জনকভাবে নেমে আসে। ছবিটিতে দেখা যাচ্ছে, কোনও পুরুষ হাত বাড়িয়ে ঠিক করে দিচ্ছেন করিনার পোশাকটি। এই হাতটি যে কার তা আজও এক রহস্য।
https://youtu.be/swP5lbZ4lZw
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন