প্রকাশ্যে প্রেম শ্রদ্ধার সঙ্গে ফারহানের

দীর্ঘ ১৭ বছরের বিবাহিত সম্পর্কে দাঁড়ি পড়েছে। সোমবারই বান্দ্রার পারিবারিক আদালত ফারহান আখতার ও তাঁর স্ত্রী অধুনা ভবানীর বিবাহবিচ্ছেদ মঞ্জুর করেছে। তাঁদের দুই সন্তান সাক্ষ্য ও আকিরার অভিভাবকত্ব মা অধুনা পেয়েছেন। এখন তাই আর কোনো বাধা নেই। আর তাই বোধহয় আশিকি ২ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। অন্তত বলিউডের আনাচেকানাচে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে।
ফারহান ও শ্রদ্ধার সম্পর্ক ক্রমশ গাঢ় হচ্ছে বলেও শোনা যাচ্ছে। বি-টাউনের বহু জায়গাতেই তাঁদের নাকি একসঙ্গে দেখা গিয়েছে। এখানেই শেষ নয় ফারহান ও শ্রদ্ধা নাকি একসঙ্গে লিভ ইন করতেও (একসঙ্গে থাকা) শুরু করেছেন বলে শোনা যাচ্ছে। কেউ কেউ তো মজা করে বলছেন শ্রদ্ধার সদ্য মুক্তি পাওয়া সিনেমা ওকে জানুতে যে লিভ ইন রিলেশনের গল্প তুলে ধরা হয়েছে। বাস্তব জীবনেও শ্রদ্ধা সেই ফরমুলাতেই চলছেন ফারহানের সঙ্গে।
যদিও তাঁদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন ফারহান আখতার ও শ্রদ্ধা দুজনেই। এ ক্ষেত্রে তাঁদের দুজনের বক্তব্যই এক। তাঁরা নাকি শুধু ভালো বন্ধু। শোনা যাচ্ছে, অধুনার সঙ্গে বিবাহবিচ্ছেদের আগে ফারহান নাকি শ্রদ্ধার সঙ্গে সম্পর্কের কথা জনসমক্ষে আনতে চাইছিলেন না। তবে এখন তো ফারহান ও অধুনার বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। তাই হয়তো আর বাধা নেই। হয়তো ফারহান ও শ্রদ্ধা জনসমক্ষে খুব তাড়াতাড়িই তাঁদের সম্পর্কের কথা জানাবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন