প্রকাশ্যে যুবককে ২৭ বার তলোয়ারের কোপ

রাস্তায় রাস্তায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। কিন্তু নিরাপত্তা কোথায়? সেই সিসিটিভিকেই বুড়ো আঙুল দেখিয়ে একাধিকবার দিনের আলোয় হত্যালীলার সাক্ষী থেকেছে ভারতের রাজধানী দিল্লি। এবার এমনই শিউরে ওঠার মতো ঘটনা ঘটল বাণিজ্য নগরীতে।
গত মঙ্গলবার মুম্বাই থেকে ২৮০ কিলোমিটার দূরে, মহারাষ্ট্রের ধুলেতে একটি মর্মান্তিক ঘটনা ঘটল। দিনের আলোয় ১১ জনের একটি দুষ্কৃতি দল এসে এক যুবককে তলোয়ার দিয়ে কোপায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবক রফিকুদ্দিনের। তাঁর মাথাতে গুলিও করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এই গোটা ঘটনা ধরা পড়ে রাস্তার সিসিটিভিতে। যে ভিডিও দু’দিন পর সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, রফিকুদ্দিন অপরাধ জগতের সঙ্গেই যুক্ত ছিল। অন্তত ৩০টি মামলা চলছিল তার বিরুদ্ধে। ঘটনার দিন সকালে রাস্তার ধারের এক চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন। তখনই একদল সশস্ত্র দুষ্কৃতি এসে হাজির হয় সেখানে। তারা তলোয়ার, লাঠি নিয়ে রফিকুদ্দিনের ওপর আক্রমণ করে।
পুলিশ জানিয়েছে, তারা রফিকুদ্দিনের ওপর ২৭ বার তলোয়ারের কোপ বসায়। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। প্রাণ না বেরিয়ে যাওয়া পর্যন্ত মাথায় আঘাত করতে থাকে তারা। রক্তাক্ত অবস্থায় তাকে সেখানেই ফেলে রেখে মোটরবাইক ও স্কুটারে চম্পট দেয় অজ্ঞাতপরিচয় ওই যুবকরা। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে স্থানীয় বাসিন্দা ও চায়ের দোকানের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।
পুলিশ আরো জানায়, ইতিমধ্যেই ওই ১১ জনের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে। বচসার জেরেই রফিকুদ্দিনকে হত্যা করেছে বিপক্ষ দলের সদস্যরা।
তবে প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন স্থানীয়রা।
সূত্র: সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন