প্রকৃত শিল্পায়নের জন্য বহুমুখীকরণ জরুরি
কৃষি নির্ভরতা থেকে শিল্প নির্ভরতার দিকে এগিয়ে চলছে দেশ। তাই মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন পূরণে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে কৃষিভিত্তিক শিল্পায়ন আর শিল্প খাতকে বহুমুখীকরণের দিকে, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, প্রকৃত শিল্পায়নের জন্য বহুমুখীকরণ জরুরি।
বাংলাদেশের শিল্প তালিকায় নতুন পণ্য হিসেবে যুক্ত হয়েছে ওষুধ, প্লাস্টিক, সিমেন্ট আর বস্ত্র শিল্প। গাণিতিক হিসেবে দেশের অর্থনীতিতে শিল্পের অবদান বাড়লেও প্রত্যাশার চেয়ে তা অনেকাংশে কম বলেই মনে করেন অর্থনীতিবিদরা।
তারা বলেন, শিল্প ছড়িয়ে যাচ্ছে না। শিল্প একটা খাতের মধ্যে রয়ে গেছে। সস্তা শ্রমভিত্তিক রপ্তানিমুখী শিল্প। আরও অন্যান্য খাতে গুরুত্বারোপ করা উচিত। এছাড়া সনাতনী পণ্য বাদে উদীয়মান পণ্য আসা উচিত বলে মনে করেন তারা।
স্বাধীনতার পূর্বে তৎকালীন পূর্ব-পাকিস্তান শিল্প উন্নয়নে ব্যাপক বৈষম্যের শিকার হলেও এখন বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ৩০ শতাংশ অবদান শিল্প খাতের। স্বাধীনতার ৪৫ বছর পরে এসেও খুব একটা উন্নয়ন হয়নি দেশের পুরানো শিল্পের। নতুন নতুন শিল্পের প্রসারে আরও পিছিয়ে পড়েছে স্বাধীনতা পরবর্তী সময়ের পাট, চা কিংবা চামড়া শিল্প।
উন্নত বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, তাদের জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান ৯০ থেকে ৯৫ শতাংশ। কিন্তু বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অবস্থা ঠিক তার উল্টো। শিল্প খাতের অবদান কম থাকায় প্রবৃদ্ধির গতিও থাকে কম।
মধ্যম আয়ের স্বপ্ন পূরণে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই আগামী বাংলাদেশের। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মাতলুব আহমাদ বলেন, ‘বাংলাদেশ একদিন হবে পৃথিবীর কারখানা। ৬৪টি জেলায় ছড়িয়ে যাবে শিল্প।’
সূত্র: সময় টিভি
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন