প্রচারে এগোতে গিয়ে পেছালো ‘পরবাসিনী’

বহুল প্রতীক্ষিত ছবি ‘পরবাসিনী’র সঙ্গে যুক্ত হলো চ্যানেল আই। মিডিয়া পার্টনার হিসেবে তারা এর প্রচার চালাবেন বলে জানা গেছে। এ কারণেই পেছালো ‘পরবাসিনী’র মুক্তি।
পূর্বনির্ধারিত ২২ এপ্রিল নয়, চলতি বছরের ১৯ আগস্ট মুক্তি পাবে স্বপন আহমেদ পরিচালিত সায়েন্স ফিকশন ধাঁচের ছবিটি। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে তিনি বললেন, “আমরা চাই ‘পরবাসিনী’ আরেকটু প্রচারের আলোয় আসুক। প্রযোজনা প্রতিষ্ঠানও চাইছে, এ কারণেই মুক্তির তারিখ পেছানো হয়েছে।”
ফলে নির্ধারিত সময় থেকে তিন মাস পিছিয়ে গেলো ছবিটি। ২০১২ সালে এর দৃশ্যায়ন শুরু হয়। তিন বছর ধরে চলে এর কাজ। গত বছর সেপ্টেম্বরে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘পরবাসিনী’। এর আগেও ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিলো।
‘পরবাসিনী’তে ইমন জুটি বেঁধেছেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ঋত মজুমদারেরে সঙ্গে। এ ছাড়াও আছেন সোহেল খান, ভারতের ঋত মজুমদার, সব্যসাচী চক্রবর্তী ও জুন মালিয়া প্রমুখ।
স্বপন আহমেদ জানান, ‘লাল টিপ’ ও ‘পরবাসিনী’র পর তৃতীয় ছবির কাজে হাত দিয়েছেন। এবারের কান উৎসব থেকে ঘুরে এসে নতুন ছবির ঘোষণা দেবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন