প্রতারক প্রেমিকের সঙ্গে যা করেছিলেন ইলিয়ানা
দ্রুত সময়ের মধ্যেই নিজেকে বলিউডের হটেস্ট অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ইলিয়ানা ডি ক্রুজ। তার ক্যারিয়ার শুরু ‘বরফি’ সিনেমা দিয়ে। অভিনয়ের দিক দিয়েও কম যান না তিনি।
সম্প্রতি বড় পর্দায়ে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে তিনি ‘রুস্তম’ ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতে এমন এক চরিত্রে তাকে দেখা গেছে যে বিয়ের পরে এক অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে এবং নিজের স্বামীর সঙ্গে প্রতারণা করে।
সত্যি সত্যি সুন্দরী এই নায়িকার সঙ্গেও প্রতারণা করেছিল তার প্রেমিক। কিন্তু তার পরে তিনি কী করেছিলেন? সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইলিয়ানা-কে প্রশ্ন করা হয়েছিল, সম্পর্কে প্রতারণার বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে কী মনে করেন।
অভিনেত্রী এ বিষয়ে খুব সোজাসাপটা উত্তর দেন। তিনি বলেন, তার বাবা একবার তাকে বলেছিলেন, জীবনে এমন কোনো পুরুষ ইলিয়ানা পাবেন না যে তার প্রতি সর্বদা বিশ্বাসী থাকবে। তখন ইলিয়ানা বিষয়টির প্রতি ততটাও গুরুত্ব না দিলেও আজ তিনি সম্পর্কে প্রতারণার বিষয়ে খুবই বাস্তববাদী।
ইলিয়ানা জানান, যখন তিনি তার প্রাক্তন প্রেমিকের কাছে প্রতারিত হন তখন তিনি তাকে ছেড়ে চলে যাওয়ার বদলে সম্পর্কটিকে নতুনভাবে শুরু করতে চেয়েছিলেন। এরপর যখন দেখলেন যে শুধু প্রতারণা করাই তার উদ্দেশ্য তখন সরে আসেন এবং নতুন করে জীবন শুরু করেন।
তবে এই বিষয়ে তিনি কাউকে কোনো উপদেশ দিতে চান না। বরং তিনি মনে করেন, সবকিছুই নির্ভর করে সেই ব্যক্তিটির সম্পর্কে আপনার ধারণার ওপর। বর্তমানে ইলিয়ানা এক অস্ট্রেলীয় ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে আবদ্ধ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন