প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই জিতলো কলকাতা
নিরুত্তাপভাবে শুরু হয়েছে আইপিএলের নবম আসর। শনিবারের উদ্বোধনী ম্যাচের মত দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে কোনো রকম প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই। রবিবার রাতের ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে সহজেই হারিয়ে দিয়েছে সাকিববিহীন কলকাতা নাইট রাইডার্স। এবারের আসর তাদের শুরু হল জয় দিয়েই।
দিল্লির দেয়া মাত্র ৯৯ রানের মামূলি টার্গেটকে ১ উইকেট হারিয়েই টপকে যায় গৌতম গম্ভিররা। লক্ষ্যে পৌছাতে নাইটদের খেলতে হয়েছে ১৪.১ ওভার। ওপেনার রবিন ওথাপা ৩৫ রানে ফিরলেও ৩৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক গৌতম গম্ভির।
অন্যদিকে ব্যাটে-বলে কোনটাতেই নৈপূণ্য দেখাতে পারেনি দিল্লির ছেলেরা। টসে জেতা কলকাতার অধিনায়ক গম্ভিরের আমন্ত্রণে আগে ব্যাট করার সুযোগ পেয়েও মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। নির্ধারিত ২০ ওভারের ১৪ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় দিল্লি। দলের পক্ষে ব্যক্তিগত সংগ্রহ বলতে ওপেনার কুইনটন ডি ককের ১৭ এবং সঞ্জু স্যামসনের ১৫।
রবিবারের এ ম্যাচে সেরা খেলোয়াড়ের খেতাবটি জিতে নেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভির। আগামীকাল সোমবার রাতে মোহালীতে কিংস ইলেভেন পাঞ্জাবের প্রতিপক্ষ নতুন দল গুজরাট লায়নস।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন