প্রতিপক্ষের হামলায় পল্লি চিকিৎসক নিহত
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আজ শনিবার অনিল কুমার (৫০) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।
সাদুল্যাপুর থানার পুলিশ ও নিহতের পরিবারের ভাষ্য, দীর্ঘদিন ধরে একটি খাস জমির মালিকানা নিয়ে জামুডাঙ্গা গ্রামের অনিল কুমারের সঙ্গে একই গ্রামের সিদ্দিক মিয়ার দ্বন্দ্ব ও মামলা চলছিল। আজ সকাল ১০টার দিকে সিদ্দিক মিয়া লোকজন নিয়ে ওই খাস জমিতে ঘর বানাতে যান। খবর পেয়ে অনিল কুমার ও তার লোকজন ঘর নির্মাণে বাধা দেন। এ সময় সিদ্দিক মিয়ার লোকজন অনিল কুমার ও তার লোকজনের ওপর হামলা চালায়। এতে অনিল কুমার ও তার পাঁচ ভাই আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অনিল কুমার মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, ঘটনাস্থল থেকে দা, কুড়াল, খুন্তি, বেকি ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সিদ্দিক মিয়ার বোন সুরপি বেগম (২৮) ও মা মালেকা বেগমকে (৫০) আটক করেছে।
ঘটনার পর থেকে সিদ্দিক মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক। যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন