প্রতিবন্ধিতা আটকে রাখতে পারেনি মিতু-কারিমার এস,এস,সি পরিক্ষা !!
আরিফিন রিয়াদ(স্টাফ রিপোর্টার)
একটি হাত তার ভরসা সব কিছূই সারতে হয় একটি হাতে । জন্ম থেকেই একটি হাত নিযে পথচলা। সাধ আছে সাধ্যনেই পরিক্ষায় নুতান ড্রেস পরে অনন্য মেয়েদের ভাবে অভাব অনাটনে কারণে পরিক্ষা দিতে পারেনা হত দরিদ্র পরিক্ষার্থী প্রতিবন্ধি মিতু।
বেড়ী বাধেঁ বাহিরে ছোট একটি ঘর সেখানেই তাদের বাসস্থান। তালতলী উপজেলার তালুকদার মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এস,এস,সি পরীক্ষা দিচ্ছে এই ধাবী পরিক্ষাথী। অপর দিকে একই ভেনুতে আর এক অদম্য মেধাবী এক পা নেই পঙ্গু শিক্ষার্থী চার ভাই বোনের মধ্যে কারিমা ছোট। লাউপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষা দিচ্ছে।
সহযোগীতা করছেন স্কুলের প্রধান শিক্ষক। বুড়ো বাবা কৃষি কাজ করে কোন রকম সংসার চালাচ্ছে। সরেজমিনে ঘুরে জানা যায়- কুয়াকাটা উপকুলীয় অঞ্চলের তালতলী উপজেলার তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এবারে এসএসসি পরিক্ষার্থী হত দরিদ্র পতিবন্ধি মেধাবী মিতু ।
জেএসসিতে এ প্লাস পেয়ে এবার কমার্স বিভাগ নিয়ে টানাপোড়া অবস্থায় মানুষের সহযোগীতা পরিক্ষা দিচ্ছে। বাবা ভাড়ায় চালিত মটর সাইকেল ড্রাইভার। যার নুন আনতে পান্ত ফুরায়। বেড়ীবাধেঁ বাহিরে সরকারী জমিতে বসাবস করছে।
একটু বাতাস আসলে সাইক্লোন্ট সেন্টার হয় তার আবাসস্থাল। পরিক্ষা খরচ তার পরিবারে জন্য হয় বড়বোজা। মিতু জানান সবার সহযোগীতা বালোবাসায় পড়শুনা শেষ পযর্ন্ত সে যাবে বড় হয়ে একজন আর্দশ মানুষ হতে চায়।
অপর দিকে নিশানবাড়ীয়া নামিসি পাড়ায় হত দরিদ্র ইউনুস মৃধার মেয়ে কারিমা। শিশু থাকতে ২বছর বয়সে দূর্ঘটনার শিকার হয়ে একটি পা হারান কারিমা ইয়াসমিন। কৃষির কাজ করে কোন রকমের সংসার চালিয়ে যায়। কিন্ত প্রতিবন্ধী কারিমার স্কুলের লেখাপাড়ার খরচে তার দিন দিন বাটা পরতে যাচ্ছে। মেয়ে কারিমা
জে এস,সি পরিক্ষায় জিপিএ-৫ পেলেও অর্থের কারণে লেখাপাড়ায় অনিশ্চিত হতে পারে বলে জানান তার বাবা। তিনি আরো বলেন রাতজেগে মেয়ে লেখাপাড়া করতেছে এবং ভলো রেজাল্ট করে দেখেও ওর পাশে দাড়াতে পারি না। খুব দুঃখ লাগতাছে গরিব যে কত অসহায়। কারিমা জানান যতকষ্ট হউক সবার ভালোবাসা আমি একদিন বড় হবো।
মানুষ হব আমার যেমন কষ্ট হচ্ছে বড় চাকরি করে প্রতিবন্ধীদের পাশে দাড়াবো। আমি এ পরিক্ষাও এপ্লাস পাবো। লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোলাম হায়দার বলেন এরা দুইজন প্রতিবন্ধি হলেও অনেক ভালো ছাত্রী আমরা এদের ৬ষ্ঠ শ্রেনীথেকে সহযোগী করে আসছি। যত দিন আছে করে যাবো।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন