শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয় : প্রধানমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধীরাও যে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, সেই বার্তা বিশ্বদরবারে পৌঁছে দিতে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেছে।

এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নেবে আফগানিস্তান, ইংল্যান্ড, পাকিস্তান ও ভারত। যাতে সহায়তা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বুধবার টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট উদ্বোধন করতে পেরে আমি খুবই খুশি। শারীরিক প্রতিবন্ধীরা কেন বাইরে পড়ে থাকবে? তাদের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে। তারা যাতে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, সেই সুযোগ তাদের দিতে হবে। তারা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে, সেই সুযোগটি তাদের দিতে হবে। আমাদের সরকার সেই কাজটি করছে। এ জন্যই বিশেষ অলিম্পিক গেমসে বাংলাদেশ ২১টি স্বর্ণপদকসহ মোট ৭০টি পদক পেয়ে নিজেদের শক্তি ও সামর্থ্যের প্রমাণ রেখেছে।’

তিনি বলেন, ‘ওরা কোনো পরিবারের, কোনো সমাজের, কোনো রাষ্ট্রের বোঝা নয়। ওরা আমাদেরই সন্তান। ওদের জন্যে যা প্রয়োজন তার সবটুকু আমরা করব। তারা যেন স্বাভাবিক খেলোয়াড়দের মতো সকল সুযোগ-সুবিধা পায়, সেই কাজ আমাদের করতে হবে। এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

টুর্নামেন্টের উদ্বোধন হওয়ার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করার প্রস্তুতি ছিল। কিন্তু বৃষ্টির কারণে তা না হওয়ায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের তো ইচ্ছে ছিল জমকালো আয়োজন করে পুরো বিশ্বকে জানিয়ে দেওয়া যে, আমরা তাদের জন্য কতটুকু উদগ্রীব হয়ে কাজ করছি। কিন্তু প্রকৃতির খেলার সঙ্গে কেউ পারে না। প্রকৃতির কাছে তো হার মানতেই হবে। সামনে এরকম আয়োজন আরো হবে। আশা করছি তখন এর থেকেও জমকালোভাবে টুর্নামেন্টের আয়োজন করা হবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তার বক্তব্যে বলেন, ‘এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইতিহাসের পাতায় নাম লেখালো। এই প্রথম প্রতিবন্ধীদের নিয়ে এত বড় কোনো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্টের সঙ্গে থাকতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছে। আমি টুর্নামেন্টের সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতেও এ রকম টুর্নামেন্টের পাশে থাকার অঙ্গীকার করছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয়।

বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। পরবর্তী ম্যাচগুলো হবে সাভারের বিকেএসপিতে। ১০ সেপ্টেম্বর বিকেএসপিতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন

সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি

মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন

রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন

  • ড. ইউনূস: খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত
  • দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন
  • ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস
  • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর গুলি, নিহত ৩৮
  • সায়েন্সল্যাব এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজের
  • ড. ইউনূস: আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, এটি ত্রুটিপূর্ণ
  • আইসিটি অধ্যাদেশ অনুমোদন, ধারণ করা যাবে বিচার প্রক্রিয়ার অডিও-ভিডিও
  • জাবি ক্যাম্পাসে নিষিদ্ধ হলো ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল
  • অবসরের চার বছর পর আইজিপি হলেন বাহারুল আলম
  • ধর্ম উপদেষ্টা: ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায়
  • ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহারে সংকটাপন্ন ব্যাংকগুলোর ক্ষতি ১,৬৬৪ কোটি টাকা
  • আজিমপুরে বাসায় ডাকাতি, মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা