প্রতিবন্ধী নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
গাইবান্ধার পলাশবাড়ীতে এক প্রতিবন্ধী নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে তার ওপর এই নির্যাতন চালানো হয়। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশবিক এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।
শরীর জুড়ে আঘাতের চিহ্ন নিয়ে তিন দিন ধরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ নম্বর বিছানায় চিকিৎসাধীন শিল্পী আক্তার। বাক-প্রতিবন্ধী হওয়ায় কাউকে কিছু বলতে পারছে না ঠিকই।
কিন্তু তার ভেতরে যে ক্ষোভের আগুন, শিল্পীর চেহারায় তা স্পষ্ট। শিল্পীর শারীরিক প্রতিবন্ধী স্বামী বুলু মিয়ার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পিকে প্রতিবেশী রিজু মিয়া তার বাড়িতে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন করে।
হাসপাতালে ভর্তি রেখে মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন মা মর্জিনা বেওয়া। আশপাশের রোগী ও তাদের স্বজনরা শিল্পিকে নানা ভাবে সাহায্য করছেন।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ আলী বলেন, ‘চিকিৎসার পর মোটামুটি এখন সুস্থ আছেন। কিন্তু যেভাবে নির্যাতন করা হয়েছে তা খুবই অমানবিক।’
বৃহস্পতিবার রাতেই শিল্পীর মা পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ করলেও, সময় সংবাদের পক্ষ থেকে খোঁজ-খবর নেয়ার খবর পেয়ে শনিবার বিকেলে পলাশবাড়ী থানায় মামলাটি রুজু করে এবং অভিযুক্ত রিজুকে গ্রেফতার করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, ‘এ নির্যাতনের যাতে সুষ্ঠু বিচার হয় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি।’
২০ বছর আগে পলাশবাড়ী শহর ডাকবাংলো এলাকা থেকে কুড়িয়ে এনে শিল্পিকে লালন পালন করেন পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা মর্জিনা বেওয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন