প্রতিমা বিসর্জন দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
যশোরে বিসর্জন অনুষ্ঠানে গিয়ে প্রতিমাবাহী ট্রাকের চাপায় ও ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাতে শহরের লালদিঘি পাড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত অমিয় ঘটক নড়াইল সদর উপজেলার মিতনা গ্রামের কৃষ্ণপদ ঘটকের ছেলে। আহতরা হলেন-একই গ্রামে বাবুরাম ঘটকের ছেলে বিদ্যুৎ ঘটক, জগদীশ ঘটকের ছেলে অনিমেষ ঘটক ও যশোর শহরতলীর ঝুমঝুরপুর এলাকার আরমান হোসেন। এরমধ্যে আরমান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপর দু’জনকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শহরের লালদিঘিতে সন্ধ্যা থেকে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিসর্জন দেখার জন্য পুকুর পাড়ে কয়েক হাজার মানুষের সমাগম হয়। সেখানে নেচে-গেয়ে ভক্তরা প্রতিমা বিসর্জন করেন। প্রতিমা নিয়ে (ঢাকা মেট্রো-ট ১৬-৪৯১৬) একটি ট্রাক লালদিঘিতে ঢোকে। এ সময় ট্রাকের ধাক্কায় ও নিচে পড়ে চারজন গুরুতর আহত হন। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাকের নিচে পড়া বিদ্যুৎ ঘটক ও অমিয় ঘটকের অবস্থা ছিল আশঙ্কাজনক। এরমধ্যে অমিয় ঘটক মারা যান। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী বলেন, ‘আরমান বিসর্জন অনুষ্ঠান দেখতে এসেছিলেন। অপর তিন জন বিসর্জন দিতে এসে মদ্যপ অবস্থায় নাচানাচি করার সময় দিশেহারা হয়ে পড়েন। ট্রাকের চালক সুবলও মদ্যপ ছিলেন। তিনি ট্রাক দিয়ে তাদের ধাক্কা দেন। এ সময় বিদ্যুৎ ঘটক ও অমিয় ঘটক ট্রাকের নিচে পড়েন। অপর দুই জন পাশে পড়েন। রাতে চিকিৎসাধীন অবস্থায় অমিয় ঘটক মারা গেছেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন