মুখোমুখি রাজশাহী-রংপুর
প্রতিশোধের ম্যাচে ‘অনেক প্রাপ্তি’র হিসাব রংপুরের

একদিকে ম্যাচ পাতানোর অভিযোগ। আরেকদিকে পয়েন্ট টেবিল নিয়ে চিন্তা। দুইদিন আগেও যে দলটা পয়েন্ট টেবিলে রাজত্ব করছিল, তারাই এখন চতুর্থ স্থানে। আজ নিজেদের নবম ম্যাচে প্রতিপক্ষ রাজশাহী কিংস। যারা প্রথম দেখায় আফ্রিদি-সৌম্যদের কাছ থেকে ১২ রানের জয় নিয়ে বেরিয়ে গিয়েছিল।
রংপুর গতকাল চিটাগাংয়ের বিপক্ষে হেরে কিছুটা বিপাকে পড়েছে। গোটা দলের ভেতর আগের সেই ছন্দটা খুঁজে পাওয়া যায়নি। ‘এলোমেলো বাতাসে’র ছায়া ছিল স্পষ্ট। আট ম্যাচে তাদের পয়েন্ট ১০। সমান ম্যাচে রাজশাহী ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। আজ মুমিনুলরা মোটামুটি একটা ব্যবধান রেখে জিততে পারলে এগিয়ে যাবে। কেননা হেড-টু-হেড ম্যাচে তারা হারিয়েছে তামিমদের।
রংপুরের জন্য আজকের ম্যাচটি তাই টার্নিং পয়েন্ট হতে পারে। প্রাপ্তির খাতায় সব হিসেব যদি আজ না মেলে, পরের তিন ম্যাচে ছন্দ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে। দিনের একমাত্র ম্যাচে দুই দল মুখোমুখি হবে বেলা পৌনে ছয়টায়।
আগেরবার রাজশাহী টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে মোহাম্মদ মিথুন বাদে সবাই ছিলেন ব্যর্থ। মিথুন সেদিন ৩৬ বলে ৬৪ রানে অপরাজিত থেকেও সতীর্থদের ব্যর্থতায় দলকে জেতাতে পারেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন