প্রতি উপজেলায় বৃদ্ধাশ্রম করার সুপারিশ
দেশের প্রতিটি উপজেলায় সরকারিভাবে একটি করে বৃদ্ধাশ্রম করার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
দেশের সব স্থানে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার, অদক্ষ প্রযুক্তি ব্যবহারের কারণে রিরোলিং মিলসহ বিভিন্ন শিল্পে সনাতনী যন্ত্রপাতি ব্যবহারের কারণে যে গ্যাস ও বিদ্যুৎ অপচয় হচ্ছে তা রোধ করার ব্যবস্থা করতেও সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে পল্লী বিদ্যুৎ সমিতিকে ভেঙে প্রাইভেট কোম্পানি আইনে নেওয়ার ব্যবস্থা করা, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং মাঝারি শিল্প স্থাপনে উৎসাহিত করাসহ বিগত বৈঠকে গৃহীত সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য আ হ ম মুস্তফা কামাল, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, মো. তাজুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ হান্নান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন