প্রত্যাবর্তন ভাল হলো না গম্ভীরের

দীর্ঘ দুই বছর পর ভারতীয় টেস্ট দলে ফিরেছেন একসময়ের নিয়মিত ওপেনার গৌতম গম্ভীর। কিন্তু তার এই প্রত্যাবর্তনটা এখনও পর্যন্ত মনে রাখার মত হলো না। কিউই বোলারদের দাপটে বেশিদূর যেতে পারেনি তার ইনিংস। এর ফলে দলে নিজের অবস্থান ধরে রাখতে দ্বিতীয় ইনিংসে কিছু করে দেখানোর চাপ বাড়ল গম্ভীরের উপর।
ইন্দোরে শনিবার থেকে শুরু হওয়া তৃতীয় এবং শেষ টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ভারত। হেনরির বলে দুই ছক্কা হাঁকিয়ে দারুণ শুরু করেন শিখর ধাওয়ানের স্থলাভিষিক্ত গৌতম গম্ভীর। ওপেনিং সঙ্গী মুরালি বিজয় ১০ রানে ল্যাথামের হাতে ধরা পড়লেও খেলা চালিয়ে যান গৌতম। তার সঙ্গী হন চেতেশ্বর পূজারা। দুজনে মিলে বিপদ সামলানোর চেষ্ঠা করেন।
কিন্তু কিউই বোলারদের দাপটে বেশিদূর যেতে পারেননি গম্ভীর। মাত্র ২৯ রানে বোল্টের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ২৯ রান করতে গম্ভীর খেলেছেন ৫৩ বল। দুটি ছক্কার পাশাপাশি ছিল ৩টি চারের মার। সম্ভাবনাময় ইনিংসটি শেষ হওয়ায় শুধু গম্ভীর নন, বিপদে পড়েছে ভারতও। অধিনায়ক বিরাট কোহলি এবং আজিঙ্কা রাহানে মিলে বিপদ সামাল দিচ্ছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারত করেছে ৩ উইকেটে ১২১ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন