প্রত্যুষা নাকি গর্ভপাত করিয়েছিলেন!

টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যাকে ঘিরে রহস্য ক্রমশ জটিল হচ্ছে। ক্রমশ প্রকাশ পাচ্ছে অজানা অনেকতথ্য। মৃত্যুর সময় প্রত্যুষা অন্তঃসত্ত্বা ছিলেন কিনা তার সন্দেহ প্রথম থেকেই ছিল। কিন্তু কোনও প্রমাণ ছিল না। জে জে হাসপাতালেরচিকিত্সকেরা এবার সেই বিষয়ে নিশ্চিত করলেন।
একের পর এক রহস্যজনক মোড় নিচ্ছে অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যার মামলা। যত দিন যাচ্ছে প্রকাশ্যে আসছে চমকে দেওয়ার মতো বহু তথ্য। এরকমই এক তথ্য প্রকাশ করল জে জে হাসপাতালের চিকিত্সকেরা। তাঁরা জানিয়েছেন মৃত্যুর আগে অন্তঃসত্ত্বা ছিলেন প্রত্যুষা।
তবে আত্মহত্যা করার আগে গর্ভপাতও করিয়েছিলেন তিনি, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে প্রত্যুষার সন্তানের পিতৃত্ব নিয়ে এখনও ধোঁয়াশায় চিকিত্সকেরা। শুধুমাত্র DNA টেস্টেই তা প্রমাণ হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন