মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রত্যেক মানুষ নিজে থেকে পরিবর্তন হলে শহরটাও পরিবর্তন হবে !

অপু বিশ্বাসের জন্ম বগুড়ায়। ঢাকা থেকে ২৩০ কিমি দূরে কেটেছে তাঁর শৈশব ও কৈশোর। সেই দূরত্বটা ঘুচেছে ২০০০ সালে এসে। মাকে ডাক্তার দেখানোর জন্য সেবার এসেছিলেন ঢাকায়। তবে খুব বেশিদিন থাকা হয়নি। ঘোরাও হয়নি কোথায়ও। দিন কয়েক চিকিৎসার পর ফিরেও গেছেন বগুড়ায়। পরে আরো দুই-তিনবার ঢাকায় এসেছিলেন কাকার হাত ধরে। কাকার ছিল তৈরি কাপড়ের ব্যবসা। ঢাকায় পাইকারি দরে কাপড় কিনতে আসতেন। ঘটনা সম্ভবত ২০০৩ সালের দিকে। স্মৃতি হাতড়ে অপু জানালেন, ‘আগে থেকেই পরিকল্পনা ছিল ঢাকায় গিয়ে এবার এফডিসিতে যাবই যাব। ছোটবেলা থেকেই সংস্কৃতিমনা পরিবারে আমার বেড়ে ওঠা। সে কারণে বাংলা সিনেমার প্রতি দুর্নিবার টান ছিল। তো সেবার কাকার সঙ্গে শুটিং দেখতে এফডিসিতে গিয়েছিলাম। শুটিংয়ে মৌসুমী আপুকে দেখেছিলাম। শাড়ি পরায় দারুণ লেগেছিল সেদিন তাঁকে। আমি তো আনন্দে আত্মহারা। তাঁকে পর্দায় দেখেছি কত আর এবার দেখছি চোখের সামনে! সেই শুটিংয়ে নাসির খানও ছিলেন। মুগ্ধ হয়ে শুটিং দেখছিলাম। হঠাৎ প্রডাকশনের লোকজন আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিতে লাগল। কাকা বললেন, চলো চলে যাই। ’

সেই দফায় স্মৃতিসৌধেও যাওয়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু সময় স্বল্পতায় যাওয়া হয়নি। ‘তবে জাদুঘর দেখেছি, চিড়িয়াখানায় ঘুরেছি। বোটানিক্যাল গার্ডেনে যেতে পারিনি। খুব অল্প সময় হাতে ছিল। ফিরে গেলাম বগুড়ায়। ’ বছর তিনেক পর ঢাকায় আসেন আরেক অপু! ডাক পেয়েছেন সিনেমায়। রীতিমতো নায়িকা। যে এফডিসিতে শুটিং দেখতে গিয়ে তাঁকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, সেই এফডিসিতেই হাজির হলেন ‘নায়িকা’ হিসেবে! ‘মজার ঘটনা হলো, সেই প্রডাকশনের লোকটিই আমাকে এসে বলছিলেন, চা দেব? তিনি চিনেছিলেন কি না বলতে পারছি না। ’ হাসি হাসি মুখে জানালেন অপু। সিনেমায় নাম লেখানোর পর ঢাকায়ই থিতু হন তিনি। বাসা নেন মিরপুরে। কারণ সেখানেই তাঁর এলাকার (বগুড়া) আত্মীয়-স্বজনরা ছিলেন। পাশাপাশিই থাকতেন। বছর তিনেক থাকার পর পাড়ি দেন নিকেতনে। এখনো সেখানেই বাস করছেন তিনি। কেমন কাটছে নিকেতনের দিনগুলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথম দিকে ঢাকায় আসার পর যা দেখতাম তাতেই মুগ্ধ হতাম। আনন্দ পেতাম। কিন্তু গুলশানে আসার পর সেই নতুনত্বের অনুভূতিটা আর নেই। এখানে এসে একটা সুবিধা হয়েছে, অল্প সময়েই এফডিসিতে যাওয়া যায়। কিন্তু মিরপুরে থাকতে অনেক সময় নিয়ে বের হতে হতো। আর যানজটে পড়লে তো কথাই নেই। ’

ঢাকা শহরের যানজটটাই আরো অনেকের মতো অপু বিশ্বাসকেও ভোগায়। বললেন, ‘এই সাবকন্টিনেন্টে ছাড়া আর অন্য কোনো দেশে যানজট দেখা যায় না! ভারতেও যানজট রয়েছে, তবে সেখানে কিন্তু দিন দিন ইম্প্রুভ হচ্ছে। সে হিসেবে আমাদের দেশে যানজট একটু বেশিই। আর মাঝেমধ্যেই রাস্তা খোঁড়াখুঁড়ি করায় সমস্যাটা আরো বাড়ছে। ’ ঢাকার চলমান সংকট দূর করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন এই অভিনেত্রী। এ ব্যাপারে তিনি বলেন, ‘যেভাবে ঢাকা শহর পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা ভালো। এটা অব্যাহত রাখতে হবে। আর প্রতিটি জায়গায় সংস্কার করা উচিত! প্রত্যেক মানুষ নিজে থেকে পরিবর্তন হলে শহরটাও পরিবর্তন হবে। মানুষের জীবনের একেকটা মিনিট সত্যিই খুব গুরুত্বপূর্ণ। সেটি কাজে লাগাতে হবে। ’

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন