শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রত্যেক হাসপাতালে বার্ন ইউনিট চালু করা হবে

চিকিৎসাসেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেয়ার কাজটি প্রথম শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।অথচ তাকে হত্যা করার পর পরের সরকারগুলো সেদিক থেকে সরে আসে।একের পর এক ক্যু হয়েছে এবং তারা নিজেদের অবস্থান পাকা পোক্ত করার জন্য কাজে ব্যস্ত থেকেছেন।

আজ বুধবার রাজধানীর চানখারপুলে বার্ন ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী।তিনি বলেন,বার্ন ইন্সটিটিউট সব সময় অবহেলিত ছিল।এদিকে কোনো সরকারেরই খেয়াল ছিল না। প্রধানমন্ত্রী ড. সামন্ত লাল সেনকে তার নিরলস কাজ করে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচন বানচালের নামে দুই বছর আগে বিএনপি যখন সারাদেশে মানুষ পুড়িয়ে হত্যার কাজে ঝাঁপিয়ে পড়ে।

তখন সামন্ত লাল সেন তার টিম নিয়ে পোড়া রোগীদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ড. সামন্ত লাল সেনের চাকরি তো শেষ হয়েই গিয়েছিল।তাকে আমরা পরে রেখে দেই।তার নেতৃত্বে চিকিৎসকরা পোড়া মানুষের সেবায় নিরলস কাজ করে যায়।প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে খুব দ্রুতই এই ইন্সটিটিউটের কাজ শেষ হবে।দেশের প্রত্যেক হাসপাতালে বার্ন ইন্সটিটিউট গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যাতে এই ইন্সটিটিউটের যাতায়াত সহজ হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানানা প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নের জন্য গবেষণা কাজে মনোনিবেশ করতে হবে।বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চিকিৎসা সেবায় আধুনিকায়ন আনতে হবে। চিকিৎসা সেব সহজ করার জন্য আমরাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ইউনিট করে দেই।আমাদের রোগীরা যাতে দেশেই ভালো চিকিৎসা পায় সে দিকে মনোযোগ দিতে হবে।।

চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবনতা রোধ করতে হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের পুরোনো ভবনগুলো সংস্কারের কথা উল্লেখ করেন তিনি বলেন, হেরিটেজের নামে আমাদের পুরোনো ভবনগুলোকে আনুনিকায়ন করা থেকে বিরত থাকা যাবে না।তবে হেরিটেজ ঠিক রেখেই পুরোনো ভবনগুলোর দিকে মনোযোগ দিতে হবে।হেরিটেজ রক্ষা করতে গিয়ে যতি পুরোনো ভবনগুলো ভেঙ্গে পড়ে তাহলে তার দায়দায়িত্ব কে নেবে? তখন তো হেরিটেজওয়ালারা তার দায় নেবেন না।তিনি বলেন, বিশ্বসভায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে চায়। ভিক্ষা নয় নিজের পায়ে দাঁড়াবো আমরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

তারেক রহমান: ভোটের অধিকার নিশ্চিত না হলে বাজার সিন্ডিকেট মুক্ত করা অসম্ভব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার বা ফ্যাসিবাদমুক্ত পরিবেশেওবিস্তারিত পড়ুন

জামায়াত সেক্রেটারি: দেশে আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “৫ আগস্টেরবিস্তারিত পড়ুন

ফখরুল: বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না

বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • জামায়াত আমির: সুষ্ঠু নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার জরুরি
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
  • গয়েশ্বর: নির্বাচিত সংসদ ছাড়া সংবিধানের কোনো পরিবর্তন করা যায় না
  • সেনা প্রধান: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত
  • সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
  • অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২.৬৬%
  • গবেষণা: দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে চান ৫৫% তরুণ
  • বাংলাদেশ নিয়ে মার্কিন অবস্থানের পরিবর্তন হবে না, অভিমত পররাষ্ট্র উপদেষ্টার
  • দেশে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র ইস্যুর দাবিতে লিগ্যাল নোটিশ
  • ভরিতে ৩,৪৫৩ টাকা কমলো স্বর্ণের দাম
  • সরকারি হজ প্যাকেজ ‘প্রত্যাখান’ করে পাল্টা প্যাকেজ এজেন্সিগুলোর
  • সমালোচনার মুখে সাদ্দামের সাক্ষাৎকার স্থগিত করলো ‘ঠিকানা’