প্রথমবারেই বিপিএলের ফাইনালে মাশরাফির কুমিল্লা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের তৃতীয় আসরে সাকিবের রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শনিবার মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফাইং ম্যাচে রংপুরকে ৭২ রানে হারায় বিপিএলে প্রথম খেলতে আসা কুমিল্লা।
সেই সঙ্গে বিপিএলের চলতি আসরে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো মাশরাফিরা।
আজ টসে জয়লাভ করেন রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান। কুমিল্লাকে ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি।
ব্যাট করতে নেমে ইমরুল-জাইদি ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান সংগ্রহ করে কুমিল্লা। ইমরুল কায়েস ৪৮ বলে ৬৭ রান করে আউট হন। তার ইনিংসটি ছিল ৭টি চার ও দু্টি দৃষ্টিনন্দন ছক্কায় সাজানো।
শেষ দিকে রংপুরের বোলারদের ওপর তাণ্ডব চালান আসহার জাইদি। মাত্র ১৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন পাকিস্তানি এ ব্যাটসম্যান।
রংপুর রাইডার্সের পক্ষে পেরেরা ২৬ রানে ৫ উইকেট শিকার করেন।
এর পর ১৬৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আসহার জাইদি এবং আবু হায়দার রনির বোলিং তোপে মাত্র ৯১ রানে অলআউট হয় রংপুর রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন সিমন্স।
কুমিল্লার পক্ষে রনি ১৯ রানে ৪টি এবং জাইদি ১১ রানে ৪টি উইকেট লাভ করেন।
এদিকে রংপুরের পক্ষে আরেকটি সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার। সন্ধ্যায় ঢাকা এবং বরিশালের মধ্যকার খেলায় যে দল জিতবে সেই দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচে মুখোমুখি হবে রংপুর।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন