প্রথমবারের মতো জনসভায় বিজয়

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দিয়েছেন দক্ষিণি তারকা থালাপাতি বিজয়। রাজনীতি করার ঘোষণার ৮ মাসের মাথায় নিজের গড়া দল “তামিলাগা ভেটরি কাজাগম” এ প্রথমবারের মতো কোনো জনসভায় অংশগ্রহণ করলেন তিনি।
বেশ কয়েক বছর ধরে সিনেমা জগতে খুব ব্যস্ত সময় পার করছেন থালাপাতি। “থালাপাতি ৬৯” সিনেমার মধ্য দিয়েই সিনেমা ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি। এ মুহূর্তে তার সম্ভাব্য শেষ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। জানা গেছে, এ সিনেমার জন্য ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি। খরব ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের।
রবিবার তামিলনাড়ু রাজ্যের বিক্রবান্দি শহরে নিজ দলের সম্মেলনে যোগ দেন তিনি। সেখানেও সিনেমা নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। জনসভায় বিজয় বলেন, ‘‘আমি অভিনয় ক্যারিয়ারে চূড়ায় ছিলাম, মোটা অঙ্কের পারিশ্রমিক পেতাম, সবকিছুকে ফেলে তোমাদের কাছে এসেছি। আমি তোমাদের বিজয় হয়ে থাকতে চাই। তোমাদের ওপর আমি বিশ্বাস রেখেছি। রাজনীতি কোনো সিনেমার জায়গা নয়, রাজনীতি যুদ্ধক্ষেত্র।”
আগামী বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন