প্রথমবারের মতো জুটি বাঁধলেন সাইমন-বিপাশা

গাজীপুরের খতিব খামার বাড়িতে চলছে ‘খাস জমিন’ ছবির শুটিং। গত ১ নভেম্বর ছবির শুটিং শুরু হয়। ছবিটি পরিচালনা করছেন সারোয়ার হোসেন। এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন নায়ক সাইমন ও আইটেম গার্ল খ্যাত নায়িকা বিপাশা কবির। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত ছবির শুটিং হবে বলে জানিয়েছেন নায়ক সাইমন।
সাইমন বলেন, ‘এ মাসেই ছবির দৃশ্যগুলোর শুটিং শেষ হয়ে যাবে। বাকি থাকবে গানের শুটিং। কাজ করতে অনেক ভালো লাগছে। কারণ এই প্রথম সরকারি অফিসারের ভূমিকায় অভিনয় করছি। এই ছবিতে নায়িকা বিপাশা করিবের সঙ্গেও প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছি।’
ছবিতে নিজের চরিত্র সম্পর্কে সাইমন বলেন, ‘এই ছবিতে আমি গাজীপুরের একজন ভূমি কর্মকর্তা। বদলি হয়ে এখানে এসে দেখি এলাকার কিছু প্রভাবশালী লোক সব খাসজমি দখল করে নিচ্ছেন। আমি তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। খাসজমি উদ্ধার করে এলাকার গরিব মানুষকে দিয়ে দেই। এ ধরনের একটি চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন।’
বিপাশার সঙ্গে প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করার বিষয়ে সাইমন বলেন, ‘বিপাশা এমনিতে আমার অনেক ভালো বন্ধু, যদিও আমরা জুটি হয়ে এই ছবিতে প্রথমবারের মতো কাজ করছি। এরই মধ্যে আমরা একসঙ্গে বেশ কিছু দৃশ্যে অভিনয় করেছি। বিপাশার অভিনয় অনেক ভালো, এই ছবিতে মফস্বলের সাধারণ একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছে সে। আমার মনে হয় আইটেম গানে দর্শক তাকে যেমন পছন্দ করেছেন, নায়িকা হিসেবেও নিজের জায়গা করে নেবে বিপাশা’।
ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নাসরিন। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী ও চিত্রনাট্য করেছেন সারোয়ার হোসেন, সংলাপ লিখেছেন শেখ ডেভিড।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন