প্রথমবারের মতো বিপিএলে শেন ওয়াটসন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে প্রথমবারের মতো ঢাকায় আসছেন হার্ডহিটার ব্যাটসম্যান শেন ওয়াটসন। চলতি আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। তবে দলটির হয়ে তিনি টুর্নামেন্টের শেষ চার ম্যাচ খেলবেন। চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন রাইডার্সের মিডিয়া ম্যানেজার এম এ বাকী।
রংপুর রাইডার্সে ওয়াটসনের যোগ দেওয়ার ব্যাপারে বাকী বলেন, ‘তিনি রংপুরের হয়ে চলতি বিপিএলে শেষ চারটি ম্যাচ খেলবেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে তার কথা চূড়ান্ত হয়েছে।’
এখন পর্যন্ত ২০৭ টি-টুয়েন্টি ম্যাচে ৫৩০০ রান করেছেন ওয়াটসন। বল হাতে নিয়েছেন ১৭২ উইকেট। এর আগে জানা গিয়েছিল রংপুর রাইডার্সে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও পাকিস্তান পেসার আনোয়ার আলি। দলটির হয়ে শেষ ছয়টি ম্যাচ খেলবেন মিলার। তবে বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের দলটির হয়ে মাঠে নামার কথা রয়েছে আনোয়ার আলির।
বিপিএলের চতুর্থ আসরে রংপুর রাইডার্স রয়েছে চতুর্থ অবস্থানে। ৩ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে তারা। প্রথম পর্বে ৪ পয়েন্ট অর্জন করা দলটি বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মুশফিকের বরিশাল বুলসের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন