প্রথমবারের মতো সজল-মাহি জুটি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল অনেকের সঙ্গেই অভিনয় করেছেন। কিন্তু মাহিয়া মাহি যেহেতু শুধু চলচ্চিত্রেই অভিনয় করেন তাই তাঁকে সজলের সঙ্গে এতদিন অভিনয় করতে দেখা যায়নি।
এবার সজল-মাহিকে এক ফ্রেমে দেখা যাবে। তবে নাটকে নয়, চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছে ঢালিউডের নতুন এই জুটি। ছবির নাম ‘হারজিৎ’। পরিচালক বদিউল আলম খোকন। ছবির চিত্রনাট্য লিখেছেন কাশেম আলী দুলাল।ছবিটি প্রযোজনা করছে যৌথভাবে নিউ জেন ও অভি কথাচিত্র।
এদিকে গেল বছর সজল অভিনীত ‘রান আউট’ ছবিটি দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন। তাই ‘হারজিৎ’ ছবিটি নিয়েও বেশ আশাবাদী সজল।
ছবিটি প্রসঙ্গে সজল বলেন, “খোকন স্যার অনেক গুণী একজন পরিচালক। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাই ভালো লাগছে। অন্যদিকে মাহি অভিনীত ‘দবির আলীর সংসার’ ও ‘অগ্নি ২’ ছবি দুটি আমার দারুণ লেগেছে। আশা করছি, ‘হারজিৎ’ ছবিটি দর্শকদের নতুন কিছু উপহার দেবে।”
সজল জানান, অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ‘হারজিৎ’ ছবিটির শুটিং শুরু হবে আগামী মে মাসে। সজল ও মাহি দুজনই দুই মাধ্যমের বড় তারকা। এখন দেখা যাক, ‘হারজিৎ’-এর মাধ্যমে দর্শকের কাছে তাঁরা হারবেন না জিতবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন