প্রথমবারের মত ঈদ করলেন জাহিদ হাসান
প্রথমবার মাকে ছাড়া ঈদ করলেন অভিনেতা জাহিদ হাসান। সিরাজগঞ্জেও গিয়েছিলেন ঈদের পর। ঈদ উদযাপন নাটকের নানা বিষয় নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।
ঈদের তো এক সপ্তাহ পার হলো। তবু ঈদ দিয়েই শুরু করি। কেমন কাটল ঈদ?
প্রতিবছরই আমি গ্রামের বাড়ি সিরাজগঞ্জে ঈদ করি। কিন্তু এবার সবাই ঢাকায় ছিলাম। ঈদের দুই দিন পরে আমি সিরাজগঞ্জ গিয়েছিলাম। গিয়ে সবার আগে মা-বাবার কবর জিয়ারত করেছি। তারপর বাড়িতে ঢুকেছি। সারা দিন আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছি।
তাহলে তো এবারের ঈদটা আগের ঈদগুলোর মতো হয়নি!
এবারের ঈদে নিজেকে এতিম মনে হয়েছে। এই প্রথম মাকে ছাড়া ঈদ কাটাতে হয়েছে। বুঝতেই পারছেন মনের অবস্থা। বাবা-মা ছাড়া ঈদ মানে তো এতিম হয়েই কাটানো।
আপনার অভিনয় করা বেশ কিছু নাটক প্রচারিত হলো এবার। সবগুলো কি দেখা হয়েছে?
কিছু কিছু দেখেছি। এ ছাড়া নিজের পরিচালনায়ও কিছু কাজ প্রচারিত হয়েছে। সেগুলোও দেখেছি।
কেমন সাড়া পেলেন?
বরাবর যেমন পাই। নাটক দেখে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তবে এত কিছুর মধ্যেও যে মানুষ নাটক দেখছে এবং সাধুবাদ জানাচ্ছে, এটাই তো অনেক বড় পাওয়া। তাই না?
এই যে আপনি বললেন ‘এত কিছু’—আমাদেরও জানতে ইচ্ছা করে, যেভাবে নাটক প্রচারিত হচ্ছে, সেটা কি সঠিক?
এখন সময় মুক্তবাজার অর্থনীতির। দেশে এতগুলো চ্যানেল রয়েছে, সবাইকে তো বাঁচতে হবে। টিকে থাকতে হবে। এ জন্য হয়তো নাটকের ওপর বিজ্ঞাপনের একটা চাপ নেমে এসেছে।
এতে কি নাটকের মান বা দর্শকের আগ্রহ শেষ অবধি থাকছে?
সবার আগে মনে করতে হবে, এটা একটা উৎসব। এই উৎসবে শামিল হতে সবাই চায়। এ কারণে সবকিছুর ওপরই চাপ পড়ে। আর মানের ব্যাপারটা নিয়ে বলব, সবকিছুর আগে দরকার বাজেট। আমাকে যদি দুই গজ কাপড় দিয়ে শার্ট, প্যান্ট, স্যুট—সবই বানাতে বলে, তাহলে কি সম্ভব? আমাদের নাটকের ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটছে।
এটা থেকে কি উত্তরণের কোনো পথ নেই?
আছে। কিন্তু সেটা সবাইকে একসঙ্গে চাইতে হবে। তারও আগে এটা যে একটা সমস্যা, সেটা সবাইকে বুঝতে হবে। আমি একা বা অভিনয়শিল্পীরা শুধু চাইলে হবে না। চ্যানেল, বিজ্ঞাপনদাতা, নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলীসহ সবাই যখন একসঙ্গে চাইবেন, তখনই এর পরিবর্তন ঘটবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন