প্রথমবার ঢাকায় আসছেন শ্রাবন্তী

ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী প্রথমবারের মতো ঢাকায় আসছেন। নতুন ছবি ‘শিকারী’র জন্য তিনি ৭ই মার্চ ঢাকায় আসবেন। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি নির্মাণ হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তিনি বলেন, ৭ই মার্চ শ্রাবন্তী ঢাকায় আসবেন। এটা তিনি আমাদের নিশ্চিত করেছেন।
এসকে মুভিজের একটি দল এরই মধ্যে বাংলাদেশে এসেছে। শ্রাবন্তী এলেই আমরা রাজধানীর একটি অভিজাত হোটেলে এ ছবির শুভ মহরত ঘোষণা করব। উল্লেখ্য, ‘শিকারী’ ছবিতে প্রথমবার শাকিব খান ও শ্রাবন্তী জুটিবদ্ধ হয়ে কাজ করবেন। ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশ থেকে সীমান্ত এবং ওপার বাংলার পরিচালক জয়দেব।
তবে ভিসা জটিলতার কারণে জয়দেব মহরতে উপস্থিত হতে পারবেন না বলে জানায় ঢাকার ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ। ‘শিকারী’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, লিলি চক্রবর্তী, রেবেকা পারভীন, আলেকজান্ডার বো,
সুব্রত ও সব্যসাচী চক্রবর্তী। শ্রাবন্তী ওপার বাংলায় জনপ্রিয় নায়ক জিৎ, দেব ও সোহমের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন।
তার অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ‘চ্যাম্পিয়ন’, ‘অমানুষ’, ‘দুজনে’, ‘ওয়ান্টেড’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘দিওয়ানা’ ‘কানামাছি’, ‘মজনু’, ‘বিন্দাস’ ‘বুনোহাঁস’, ‘ইডিয়ট’ প্রভৃতি
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন