প্রথমবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় সৌদি নারীরা
শর্ত সাপেক্ষে পুরুষনিয়ন্ত্রিত সৌদি নারীরা প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচারণায় নারীরা সরাসরি অংশ গ্রহণ করতে পারবেন না। দেশটির আগামী ১২ ডিসেম্বরের পৌর নির্বাচনে প্রায় ৯০০ নারী প্রার্থী হতে যাচ্ছেন। এ নির্বাচন প্রথমবারের মতো নারীদের নিজেদের নেতৃত্ব নির্বাচন করার সুযোগ করে দিয়েছে।
বহু বাধা-বিপত্তির পরও বাদশা আবদুল্লাহ-এর শাসন আমলে ধীর গতিতে হলেও নারী অধিকারের বিস্তৃতি ঘটে। তিনি ২০০৫ সালে পৌর নির্বাচন শুরু করেন এবং এ নির্বাচনে ভবিষ্যতে নারীরা অংশগ্রহণ করতে পারবে বলে ঘোষণা দেন। এরপর ২০১৩ সালে তিনি নারীদের শুরা কাউন্সিলের সদস্য করেন। শুরা কাউন্সিল মন্ত্রিসভাকে পরামর্শ দিয়ে থাকে। বাদশাহ আবদুল্লাহ মারা যাওয়ার পর চলতি বছর ২০১৫-এর জানুয়ারী মাসে বাদশাহ সালমান দায়িত্ব গ্রহণ করেন। তিনি নারীদের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারটি এগিয়ে নেন।
পৌর নির্বাচনে প্রার্থী হতে পেরে বেশ সন্তুষ্ট নাসিমা আল-সাদহ। তবে খুবই কম সৌদি নারীই ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এবারের পৌর নির্বাচনে ২৮৪টি কাউন্সিল আসনের বিপরীতে নারী-পুরুষ মিলিয়ে মোট সাত হাজার আগ্রহী প্রার্থী রয়েছেন। ভোটের জন্য এক লাখ ৩০ হাজার ৬০০ নারী নিবন্ধন করেছেন। এদের মধ্যে নারী ভোটার এক-দশমাংশ। সূত্র: এএফপি
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন