প্রথমবার মুখোমুখি হচ্ছেন মোদী-ট্রাম্প
প্রথমবার মুখোমুখি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মে মাসেই আমেরিকা সফরে যাচ্ছেন মোদী। সেখানেই প্রথমবার মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা।
সূত্রের খবর, দ্রুত একটি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য অপেক্ষা করে রয়েছে নয়াদিল্লি ও ওয়াশিংটন। এর আগে বার দুয়েক কথা হয়েছ দু’জনের। প্রথমবার ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছাবার্তা দেন মোদী। পরে, একবার দীর্ঘ কথোপকথন হয় মোদী ও ট্রাম্পের। সেখানে প্রতিরক্ষা, নিরাপত্তা সহ একাধিক বিষয়ে আলোকপাত করেন তাঁরা।
চলতি সপ্তাহেই প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করের সঙ্গে কথা হয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের। এছাড়া, মার্কিন বিদেশমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে কথা হয়েছে সুষমা স্বরাজেরও। এছাড়া, সদ্য মার্কিন সফরে সারলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেখানেও মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইক ফ্লাইনের সঙ্গে বৈঠক হয় তাঁর। সুতরাং, ট্রাম্প প্রশাসনের অধীনেও যে দুই দেশের মধ্যে যে সুসম্পর্ক অব্যাহত, তা উল্লেখ করাই যায়। বিশেষ করে দুই প্রতিরক্ষামন্ত্রীর কথোপকথনে বিশেষ গুরুত্ব আরোপ করছে বিশেষজ্ঞ মহল।
অন্যদিকে, চলতি মাসেই ভারতে আসছে আমেরিকার ২৭ জন সদস্য। ডেমোক্র্যাটিক ও রিপাবলিক দুই দলের সদস্যরাই ভারতে আসবেন। এই সফরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে কূটনৈতিক মহল। এর আগে কখনও এত জন মার্কিন সদস্য একসঙ্গে ভারতে আসেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন