`প্রথম ইনিংসে আরও ভালো করা উচিত ছিল’
ঢাকা টেস্টে জিতলেও চট্টগ্রাম টেস্টে হেরে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের চতুর্থদিনে সাত উইকেটের জয় তুলে নিয়েছে অজিরা। এই ম্যাচে প্রথম ইনিংস শেষে ৭২ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। টাইগার দলপতি মুশফিকুর রহিমের মতে, এই রানই বাংলাদেশের জন্য চাপ হয়ে গিয়েছিল।
আজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেছেন, ‘প্রথম ইনিংসে ব্যাটিং উইকেট ছিল। আমাদের ৪০০-৪৫০ রান করা উচিত ছিল। ৭২ রান আমাদের চাপ হয়ে গেছে। প্রথম ইনিংসে আউট হওয়ার মতো আহামরি কোনও বোলিং ছিল না। আমরা স্ট্রেইট বল মিস করে আউট হয়েছি’।
তিনি আরও বলেন, ‘নাথান লায়ন যেভাবে এই উইকেট কাজে লাগিয়ে বল করেছে তা শিক্ষণীয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন হচ্ছিলো। প্রথম ইনিংসে আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। এটা একটা অভিজ্ঞতা। আমরা সামনে সাউথ আফ্রিকায় যাব। সেখানে আমরা এই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব। আর এই ধরনের উইকেটে আমরা ঘরোয়া ক্রিকেটে খেলি না। তাই খাপ খাওয়ানো আমাদের জন্য সহজ ছিল না’।
চট্টগ্রাম টেস্টের সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৩০৫ ও ১৫৭
অস্ট্রেলিয়া: ৩৭৭ ও ৮৭/৩
ফল: সাত উইকেটে জয়ী অস্ট্রেলিয়া
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন