প্রথম ওয়ানডের বাংলাদেশ একাদশ
প্রথম ওয়ানডের আগের দিন, শুক্রবারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই দলের অধিনায়কই জানালেন এখনো উইকেট দেখেননি তারা। স্বাভাবিকভাবেই চুড়ান্ত একাদশ নিয়ে সরাসরি কোন ধারণাও তাই মেলেনি সংবাদ সম্মেলন থেকে।
বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও অনেকখানি ধোঁয়াশাই রেখে দিলেন দল নিয়ে। ‘জিম্বাবুয়ের দুর্বলতা’র পাশাপাশিও ‘নিজেদের শক্তিমত্তা’র দিকে নজর রেখেই দল সাজাবে বাংলাদেশ, এমনটাই বললেন তিনি। জিম্বাবুয়ের দুর্বলতার কথা বিবেচনায় রাখলে এই সিরিজে স্পিননির্ভর বাংলাদেশ দল দেখতে পাবার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে সহ-অধিনায়ক সাকিব আল হাসানের পাশাপাশি সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৩ ওয়ানডতে ১০ উইকেট শিকার করা আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি দলে থাকছেন, এটা মোটামুটি নিশ্চিত।
এর পাশাপাশি গুরূত্বপূর্ণ ভূমিকা রাখবেন সাম্প্রতিক সময়ে অফ স্পিনার হিসেবে দারুণ কার্যকরী হয়ে ওঠা অলরাউণ্ডার নাসির হোসেনও। প্রয়োজনে মাশরাফি কাজে লাগাবেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে। আর সাব্বির রহমানের পার্টটাইম লেগ স্পিনতো আছেই। সেই হিসেবে লেগ স্পিনার জুবায়ের হোসেনকে থাকতে হবে দলের বাইরে।
আর সাম্প্রতিক সময়ে নিজেদের শক্তির জায়গা হয়ে ওঠা পেস আক্রমণ এবার কিছুটা শক্তি হারিয়েছে তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের ইনজুরিতে। এর পাশাপাশি অধিনায়ক মাশরাফিও শতভাগ ফিট নন। তাই মাশরাফির ও মুস্তাফিজের পাশাপাশি পেস আক্রমণে যোগ হবেন আল আমিন হোসেন কিংবা অভিষেকের পেক্ষায় থাকা কামরুল ইসলাম রাব্বি।
ব্যাটিংয়ে ওপেনিংয়ে তামিম ইকবাল ও মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও নাসির হোসেনকে নিয়ে সংশয় নেই। মুলত ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী কে হন সেটাই দেখার বিষয়। সৌম্য সরকারের অনুপস্থিতিতে এই জায়গাটি নিয়ে লড়াই হবে লিটন দাস ও ইমরুল কায়েসের মধ্যে।
আর কোন কারণে যদি মাত্র দুই পেসার নিয়ে খেলতে নামে বাংলাদেশ সেক্ষেত্রে দলে থাকতে পারেন তাদের দুজনই।
এক নজরে প্রথম ওয়ানডের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস/লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন/কামরুল ইসলাম রাব্বি
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন