প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অনন্য এক মাইলফলকের সামনে তামিম!

বলা যায় তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা ব্যাটসম্যান। কেননা তামিমই একমাত্র ক্রিকেটার দেশের হয়ে ব্যাট হাতে প্রায় সকল রেকর্ড নিজের নামের পাশে যোগ করেছেন। এ পর্যন্ত টেস্ট (৩ হাজার ৩৪৯ রান), ওয়ানডে (৫ হাজার ৭ রান) এমনকি টি-টোয়েন্টিতে (১ হাজার ১৫৪ রান) সর্বাধিক রানের কারিগর তিনি।
পাশাপাশি ক্রিকেটের তিন ফরম্যাটে সর্বোচ্চ ১৬টি সেঞ্চুরির রেকর্ড তার-ই দখলে। বলাবাহুল্য টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করার সৌভাগ্য হযেছে শুধু তারই। এমনককি লিস্ট ‘এ’ ক্রিকেটে ছয় হাজার (৬ হাজার ৬৯৯) রানের মাইলফলকও অতিক্রম করেছেন তামিম ইকবাল।
এবার সেই তামিম ইকবাল আবারও দাঁড়িয়ে অনন্য মাইলফলকের সামনে। তিন ফরম্যাটের ক্রিকেটে প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন। নিউজিল্যান্ড সিরিজে তামিম ৪৯০ রান যোগ করতে পারলেই প্রথম টাইগার ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে ১০ হাজার রান করার গৌরব অর্জন করবেন। বর্তমানে তামিম ইকবালের তিন ফরম্যাটের রান সংখ্যা ৯ হাজার ৫১০।
এদিকে আগামী ‘বক্সিং ডে’ (২৬ ডিসেম্বর) তে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ। যেখানে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তামিমের সঙ্গে তার ভক্তদেরও চাওয়া থাকবে এই সিরিজেই যেন তিনি ১০ হাজার রান করার গৌরব অর্জন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন