প্রথম ঘণ্টাই সব আশা শেষ, ব্যাটসম্যানদের দিকে আঙ্গুলের তীর মুশফিকের
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে শেষ পর্যন্ত ২৫৯ রানের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। জয়ের জন্য দরকার ছিল ৪৫৭। চতুর্থ দিন শেষে বিনা উইকেটে বাংলাদেশ তুলে ৬৭ রান। বাকি ছিল ৩৯০ রান। জয় না হোক গলেতে ড্র করার ভালো সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু সকালে ঘন্টা খানেকের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়ে টাইগাররা।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সকালের প্রথম ঘন্টাকেই হন্তারক বললেন অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেন,‘ ড্রয়ের আশা তো আমাদের ছিলই। কারণ, গতকাল উদ্বোধনী ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। পঞ্চম দিনের প্রথম আধঘণ্টা- এক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ ছিলো। কিন্তু দুঃখজনকভাবে সে সময়ে আমরা ভালো কিছু করতে পারিনি। প্রথম পাঁচজন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলার পর কাজটা সম্ভব হয়নি ‘
বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যর্থতার পাশাপাশি শ্রীলঙ্কান বোলিংয়েরও কৃতিত্ব দিলেন বাংলাদেশ অধিনায়ক। মুশফিক বলেন,‘ম্যাচ আর জেতা যাবে না, যখন এটা বোঝা যায় এবং প্রতিপক্ষ লাইন-লেংথ ঠিক রেখে বোলিং করে যায়, তখন সব কিছু আরো কঠিন হয়ে পড়ে। যদিও আমাদের আশা ছিল, কিন্তু দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলার কারণেই ম্যাচ হেরে আমাদের চড়া মূল্য দিতে হলো।’
গলেতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৭ রানে অলআউট হওয়ায় ২৫৯ রানের বিরাট ব্যবধানে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে টাইগাররা পিছিয়ে পড়ে ০-১ এ। ১৫ মার্চ কলম্বোতে শুরু হবে চূড়ান্ত টেস্ট এটি বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন