প্রথম ঝলকেই উত্তেজনা ছড়ানো ‘ঢাকা অ্যাটাক’ [ভিডিও]

প্রথম ঝলকেই প্রশংসা কুড়িয়েছে দীপংকর দীপন পরিচালিত চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। গতকাল মঙ্গলবার সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়। এ উপলক্ষে সন্ধ্যায় এফডিসিতে আয়োজন করা হয় অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। অনুষ্ঠানে পরিচালক ও অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন ছবিটির তিন অভিনয়শিল্পী আরিফিন শুভ, মাহিয়া মাহি ও এবিএম সুমন। ছবিটিতে অ্যাকশন দৃশ্যের জন্য ব্যবহার করা হচ্ছে পুলিশের ব্যবহৃত ৪৫ পাউন্ড ওজনের বোমা স্কোয়াডের বিশেষ পোশাক ও ৫ কিলোগ্রাম ওজনের হেলমেট। এক মিনিটের ফার্স্টলুক দারুণ প্রশংসিত হচ্ছে। ইতোমধ্যে চলচ্চিত্র সমালোচক ও সোশ্যাল মিডিয়া ইউজাররা বেশ বাহবা দিচ্ছেন ছবিটিকে।
সিনেমাটিতে অভিনয় করছেন আরিফিন শুভ, মাহি, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, আফজাল হোসেন ও নওশাবা আহমেদ’সহ অনেকে। পুলিশের এডিসি’র চরিত্রে অভিনয় করছেন শুভ। সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি। ছবিটির কাহিনী লিখেছেন ও সার্বিক তত্ত্বাবধান করেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন দীপংকর দীপন ও অভিমন্যু মুখার্জি। সহযোগী চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতারা হলেন হাসানাত বিন মতিন, আসাদ জামান ও শাহজাহান সৌরভ।
সংগীত পরিচালনা করেছেন ডিজে রাহাত, অদিত ও অরিন্দম চ্যাটার্জি। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এ ছবি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। প্রযোজনায় স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন