প্রথম টেস্টে খেলা নিয়ে সংশয় শহীদের

ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠেননি ফাস্ট বোলার মোহাম্মদ শহীদ।ফলে ২০ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার খেলা নিয়ে সংশয় রয়েছে।
ইংল্যান্ড সিরিজের জন্য এখনও টেস্ট দল ঘোষণা করা হয়নি।গত জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন শহীদ। তার উন্নতি হচ্ছে ধীর গতিতে।তিনি মিরপুর একাডেমী মাঠে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
টেস্টে তিনি টানা অনেক ওভার বল করতে পারেন।ফলে শহীদের ইনজুরি কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। যদিও আশা করা হচ্ছে, প্রথম টেস্টের আগেই ফিট হয়ে যাবেন শহীদ।
এ ব্যাপারে জাতীয় দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন,‘ শহীদ ৮০ ভাগ এ্যাফোর্ট দিতে পারছে। এখনও হাতে সময় আছে। প্রথম টেস্টের আগে আশা করি সে ফিট হয়ে যাবে।’
অবশ্য শহীদের বিকল্প ঠিক কেরে রেখেছেন নির্বাচকরা। তাসকিন আহমেদকে ডাকা হতে পারে টেস্ট সিরিজে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন