প্রথম টেস্ট সিরিজ জিততে ৩৯ বছর লেগেছিল কিউইদের!
দুদিন আগেই প্রথম টেস্ট সিরিজ জয়ের এক যুগ পূরণ করেছে বাংলাদেশ। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর মাত্র ৫ বছর লেগেছিল প্রথম কোনো সিরিজ জয়ের জন্য। মাত্র বললাম এই কারণে, খুব সহজেই এই বিশেষ মুহূর্তটি পেয়েছিল বাংলাদেশ। বিশ্বের অন্যান্য দেশকে চাতক পাখির মত অপেক্ষায় থাকতে হয়েছে একটি সিরিজ জয়ের জন্য। ক্রাইস্টচার্চে বাংলাদেশ বর্তমানে যাদের বিপক্ষে টেস্ট খেলছে সেই নিউজিল্যান্ডের লেগেছিল মাত্র ৩৯ বছর!
১৯৩০ সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল কিউইরা। সে বছর এই ক্রাইস্টচার্চেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি খেলে নিউজিল্যান্ড। জয়ের তো প্রশ্নই আসে না। কারণ কিউইরা প্রথম টেস্ট জয় পেয়েছিল ২৬ বছর পর। এই ২৬ বছরে ৪৫টি ম্যাচ খেলে সবকটিতেই হেরে অথবা ড্র করেছে তারা। ১৯৫৫-৫৬ মৌসুমে অকল্যান্ডের ইডেন পার্কে পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় তারা। সেটি ছিল তাদের ১৬তম সিরিজ। বাংলাদেশ প্রথম জয় পেয়েছিল তাদের ৩৫তম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে।
কিন্তু সিরিজ জয়ের জন্য কিউইদের অপেক্ষা করতে হয়েছে আরও ১৩ বছর। ১৯৬৯-৭০ মৌসুমে গ্রাহাম ডলিংয়ের নেতৃত্বে ভারত এবং পাকিস্তান সফরে এসেছিল নিউজিল্যান্ড। উভয় দেশের বিপক্ষে ৩টি করে টেস্ট খেলেছিল তারা। ভারতের বিপক্ষে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়। পাকিস্তান তখন অনেকটাই নড়বড়ে ছিল। সেই সুযোগে ১-০ ব্যবধানে প্রথমবারের মত সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড। ইন্তেখাব আলমের পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হারিয়েছিল কিউইরা। প্রথম ও তৃতীয় ম্যাচটি ড্র হয়েছিল। এই ৩৯ বছরে ৯২টি টেস্ট খেলে তারা মাত্র ৬টিতে জয় পেয়েছিল। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মোট ৪১৭টি টেস্ট খেলে ৮৭টিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ড্র হয়েছে ১৬১ ম্যাচ এবং হেরেছে ১৬৯টি ম্যাচে।
শুধু নিউজিল্যান্ডই নয়, এমন উদাহারণ আছে অন্যান্য শক্তিশালী দেশের ক্ষেত্রেও। দক্ষিণ আফ্রিকা টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৫ বছর পর প্রথম টেস্ট জিতে। ১৯৩২ সালে ৬ষ্ঠ দেশ হিসেবে টেস্ট স্ট্যাটাস পায় ভারত। ২০ বছর পর ১৯৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয় পায় ভারত। দুই বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জিতে ভারত।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন