প্রথম দিনেই ওবামার নির্বাহী আদেশ বাতিল করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনেই তার পূর্বসূরি বারাক ওবামার আট বছরের শাসনামলে দেয়া নির্বাহী আদেশের বড় একটি অংশ বাতিল করবেন। হোয়াইট হাউজে ট্রাম্পের নিয়োগ দেয়া প্রেস সেক্রেটারি সিন স্পাইসার রোববার এ তথ্য জানিয়েছেন।
এবিসি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সিন বলেন, ‘গত আট বছর ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও চাকরির বাজার সৃষ্টিকে ব্যহত করেছে এই প্রশাসনের (ওবামা প্রশাসন) জারি করা এমন প্রচুর নির্বাহী আদেশ ট্রাম্প দ্রুত বাতিল করবেন।’ তবে ওবামা প্রশাসনের নির্বাহী আদেশগুলোর মধ্যে ঠিক কোনগুলো ট্রাম্প বাতিল করবেন এ ব্যাপারে তিনি কিছুই জানাননি।
সিন জানান, শপথ নেয়ার পর ট্রাম্প প্রথম যে দুটি কাজ করবেন এটি হচ্ছে তার অন্যতম।
হোয়াইট হাউজের হবিতব্য এই প্রেস সেক্রেটারি জানান, ট্রাম্প ওয়াশিংটনকে নতুনভাবে ব্রান্ডিং করবেন। তার প্রশাসন থেকে অবসর নেয়ার পর কোনো ব্যক্তি পরবর্তী পাঁচ বছর লবিস্ট হিসেবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে যাতে কাজ না করতে পারে সেজন্য আইন করবেন ট্রাম্প।
একে অত্যাধুনিক ভাবনা উল্লেখ করে সিন বলেন, ‘আপনি যদি ট্রাম্প প্রশাসনে কাজ করেন তাহলে আপনি দেশের সেবা করছেন, আপনার নিজের নয়।’
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন