প্রথম দিনেই রেইসের বাজিমাত ! (ভিডিও)

শাহরুখ খান নিজের বেশভূষা-স্টাইলে এনেছেন বেশ পরিবর্তন, রেখেছেন স্টাইলিশ দাড়ি, চোখে সুরমা। এ এক অন্যরকম শাহরুখের উপস্থিতিতে ‘রেইস’। প্রেমিকা হিসেবে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান আছেন । আর আইটেম গার্ল হিসেবে সানি লিওনের কথা না বললেও হয়তো চলবে। তবে অন্যতম আকর্ষণ জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। দারুণ কিছু সংলাপে মজে গেলো দর্শক খুব সহজেই।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বুধবার মহাসমারোহে রুপালি পর্দায় মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত নতুন ছবি ‘রেইস’। ছবিটি নিয়ে আগে থেকেই আশায় বুক বেঁধেছিলেন শাহরুখ ভক্তরা। কারণ প্রিয় নায়ককে যেন নায়কের মতো করে পাওয়া হচ্ছিল না তাদের।
তবে এবার আর সে আশায় গুড়েবালি পড়েনি। মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে ‘রেইস’ ছবির প্রথম শো দেখে বেরিয়ে আশা দর্শকদের অভিব্যক্তি সেই প্রমাণই দিল। বোঝা গেল বক্স অফিসে ‘রেইস’ শক্তিশালী অবস্থান দখল করে নেবে। এমনিতেই আলোচনা হচ্ছে বছরের সেরা ছবি হবে এটি। নাচ, গান, অ্যাকশনে জমজমাট এক চলচ্চিত্র ‘রেইস’।
প্রত্যাশা অনুযায়ী সবটুকুই দিতে পেরেছেন শাহরুখ এই ছবিতে এমন মন্তব্যই জানালেন ভক্তরা।
ছবিটিতে শাহরুখের নায়িকা হিসেবে কাজ করেছেন মাহিরা খান। এছাড়া আরো ছিলেন নওয়াজ সিদ্দিকী, সানি লিয়ন ও অতুল কুলকার্নি।
https://youtu.be/c613yI-xltg
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন