প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে তাইওয়ান

সাই ইং ওয়েন তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। শনিবার দেশটির ঐতিহাসিক নির্বাচনে ক্ষমতাসীন কৌমিনটাং (কেএমটি) পার্টির চেয়ারম্যান এরিক চু বড় ব্যবধানে পরাজয়ের মুখোমুখি হচ্ছেন।
স্বাধীনতাকামী ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রধান সাইয়ের জয়ের মধ্য দিয়ে চীনের সঙ্গে তাইওয়ানের দূরত্ব বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীন এই দ্বীপ রাষ্ট্রটিকে তাদের অবিচ্ছেদ্য অংশ মনে করে।
নির্বাচন শেষে অর্ধেকের মতো ভোট গণনা হয়েছে। বেইজিংয়ের বৈরি ডিপিপি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী সাই ৫৮ দশমিক এক শতাংশ ভোটে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৌমিনটাংয়ের চেয়ারম্যান এরিক চু পেয়েছেন ৩২ দশমিক পাঁচ শতাংশ ভোট। নয় দশমিক চার শকাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন পিপলস ফার্স্ট পার্টির জেমস সুং। নির্বাচন কমিশনের কেন্দ্র থেকে দেশটির এফটিভি ভোট গণনার এ খবর সরাসরি সম্প্রচার করছে।
চীনের ঘনিষ্ট কেএমটি টানা আট বছর দেশটির শাসনক্ষমতায় ছিল। প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে একই সময় সংসদীয় নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। উভয় নির্বাচনেই বিরোধী দল ডিপিপি এগিয়ে আছে।
তাইওয়ান নিয়ে চীনা কৌশলের ব্যাপারে সাই সতর্ক পদক্ষেপ নিয়ে এগিয়েছেন। তিনি আগেই বলেছেন, চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক আগের মতোই স্থিতিশীল থাকবে। প্রসঙ্গত, ডিপিপি ঐতিহ্যগতভাবে স্বাধীনতাকামী দল। বিরোধীরা বার বারই বলে আসছে, সাই ক্ষমতায় এলে চীনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন