প্রথম নারী বোলার হিসেবে দুই হাতে বোলিং করে ইতিহাস গড়লেন বাংলাদেশের শারমিন
সুইচ হিট করার সময় ইংল্যান্ডের কেভিন পিটারসেনকে দেখলে ডানহাতি নয়, বরং বাঁ-হাতি ব্যাটসম্যান বলে মনে হতে পারে যে কারো। একজন ব্যাটসম্যান দুই হাতে ব্যাটিং করতে পারেন। বোলাররাই বা বসে থাকবেন কেন, ডান-বাম দুই হাতেই বল করার বিরল ক্ষমতা ইদানীং দেখা যাচ্ছে কারো-কারো মধ্যে। এবার অনন্য এই কাজটি করলেন প্রথম কোনো নারী ক্রিকেটার। আর তিনি হলেন বাংলাদেশি নারী অফস্পিনার শায়েলা শারমিন।
প্রথম নারী বোলার হিসেবে দুই হাতে বোলিং করে ইতিহাস গড়লেন শারমিন। বুধবার নারী বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুই হাতে বোলিং করেন তিনি। যখন কোনো ডানহাতি ব্যাটসম্যান আসেন তাঁর জন্য বাঁ-হাতে, আবার কোনো বাঁ-হাতি ব্যাটসম্যান এলে তাঁর জন্য ডান হাতে বোলিং করেন তিনি।
নারীদের ক্ষেত্রে তা প্রথম হলেও আন্তর্জাতিক ক্রিকেট ‘সব্যসাচী’ বোলার অবশ্য আগেও দেখেছে। ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে দুই হাতে বল করেছিলেন কামিন্দুরই পূর্বসূরী শ্রীলঙ্কার হাশান তিলকারত্নে।
ভারতের ঘরোয়া ক্রিকেটেও একজন ‘সব্যসাচী’ বোলারের আবির্ভাব ঘটেছে। সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দুই হাতে বল করে সাড়া ফেলে দিয়েছিলেন অক্ষয় কার্নেওয়ার।
এদিকে শারমিনের এই কীর্তির দিনে বাংলাদেশ দল অবশ্য হেরেছে ৬৭ রানের বড় ব্যবধানে। শ্রীলঙ্কার কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২২৭ রান করে পাকিস্তান। জবাবে তিন বল বাকি থাকতেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৬০ রানে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন