প্রথম পরীক্ষায় পাস অধিনায়ক-কোহলি

অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম পরীক্ষায় পাস করলেন বিরাট কোহলি। সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৩ উইকেটে পরাজিত করল ভারত।
পুনেতে আজ ইংলিশদের দেয়া ৩৫০ রানের জবাবে ৩ উইকেট এবং ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে ভারত।
শুরুটা ভালো না হলেও শেষটা হয়েছে দারুণ ভারতের। বিরাট কোহলির ১২২ আর কেদার যাদবের ১২০ রান ভর করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
এছাড়া শেষ দিকে হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৪০ রান দলের জয়ে অবদান রাখে। ইংলিশদের হয়ে জ্যাক বল ৩টি আর ওয়েলি, স্টোকস ১টি করে উইকেট শিকার করেছেন।
এদিকে ক্যারিয়ারের ২৭তম ওয়ানডে শতক তুলে নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসালেন তিনি।
২৭টির শতকের মধ্যে ১৭টি এসেছে পরে ব্যাট করে। অর্থাৎ টার্গেট নিয়ে খেলে। এর আগে ওয়ানডেতে টার্গেট নিয়ে ব্যাট করে সবচেয়ে বেশি ১৭টি শতক হাঁকিয়ে ছিলেন টেন্ডুলকার।
এর আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের উপর ছড়া হন ইংলিশ ওপেনার জেসন রয়। আউট হওয়ার আগে দলকে উপহার দেন ৭৩ রান।
তাছাড়া জো রুটের ৭৮ আর বেন স্টোকসের ৬২ রানে চড়ে ভারতকে ৩৫১ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট ঝুলিতে পুরেছেন হার্দিক এবং বুমরাহ। খালি হাতে ফেরেননি জাদেজা এবং উমেশ যাদব।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন