প্রথম বলিউড অভিনেতা হিসেবে ৩০০০ কোটির ক্লাবে অক্ষয় কুমার!
তিন খানের চাইতে মোটেও কম যান না বলিউড ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। তার সাম্প্রিতক ছবি ‘রুস্তম’ মুক্তির ৯ দিনের মধ্যেই ১০০ কোটি টাকা আয় করে ফেলেছে। আর এই ‘রুস্তম’-এর হাত ধরেই বলিউডের প্রথম অভিনেতা হিসেবে তিন হাজার কোটির ক্লাবে প্রবেশ করলেন অক্ষয় কুমার।
সিনেমায় আয়ের দৌড়ে তিনি পেছনে ফেলে দিয়েছেন শাহরুখ, সালমান, আমিরকে। বিগত প্রায় ২৫ বছরের বলিউড ক্যারিয়ারে ‘রুস্তম’-সহ মোট ১০৮টি ছবিতে অভিনয় করেছেন অক্ষয়। এই ১০৮টি ছবির মোট বক্স অফিস কালেকশন প্রায় ৩০১০ কোটি টাকা।
তবে খুব বেশি পিছিয়ে নেই সালমান খান। ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত মোট ৭১টি ছবিতে অভিনয় করেছেন তিনি। এই ৭১টি ছবির মোট বক্স অফিস কালেকশন প্রায় ২৯২৮ কোটি টাকা। তিন হাজার কোটির ক্লাবের দৌড়ে বলিউড বাদশা শাহরুখ বা আমির খান অনেকটাই পিছিয়ে রয়েছেন। শাহরুখের ৫৭টা ছবি থেকে মোট আয় ২১০০ কোটি টাকা এবং আমিরের ৩৯টি ছবি থেকে আয় ১৪৯৭ কোটি টাকা।
আগামী বছর মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেটঃ এক প্রেম কথা’, ‘ক্র্যাক’, ‘জলি এলএলবি ২.০’। বলিউড বাজার বিশেষজ্ঞদের মতে এই ছবিগুলি থেকেও বেশ ভাল লাভের মুখ দেখবে বক্স অফিস।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













