প্রথম বলেই তাইজুলের আঘাত
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটি ভালোই কেটেছিল বাংলাদেশের। মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে সাতটি উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। আজ শুক্রবার দ্বিতীয় দিনের শুরুতেই সফরকারীদের আরো একটি উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। এ প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের স্কোর : ২৬৫/৮।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ১৭ ওভার বোলিং করেও উইকেটের দেখা পাননি তাইজুল। তবে দ্বিতীয় দিনের শুরুতে আর হতাশ হতে হয়নি এই বাঁহাতি স্পিনারকে। প্রথম বলেই তুলে নিয়েছেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ক্রিস ওকসের উইকেট। ৩৬ রানের ইনিংস খেলে শর্ট লেগে মুমিনুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ওকস।
প্রথম দিনে মিরাজ ও সাকিব আল হাসানের ভালো বোলিংয়ে ১০৬ রান সংগ্রহ করতেই ইংল্যান্ড হারিয়েছিল পাঁচটি উইকেট। এরপর মইন আলীর ৬৮ ও জনি বেয়ারস্টোর ৫২ রানের ইনিংসে ভর করে স্কোরটা সম্মানজনক পর্যায়ে নিয়ে গেছে ইংল্যান্ড। তারকা ব্যাটসম্যান জো রুট করেছেন ৪০ রান।
বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং করে নজর কেড়েছেন মিরাজ। অভিষেক টেস্টে এখন পর্যন্ত পেয়েছেন পাঁচ উইকেট। দুটি উইকেট নিয়েছেন সাকিব।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন