প্রথম ম্যাচে থাকছেন না শাহরুখ !

আজ শনিবার মুম্বাই ইন্ডিয়ান্স ও পুনে সুপার জায়ান্টসের ম্যাচ দিয়ে মাঠে গড়াল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর। টুর্নামেন্টের দ্বিতীয় দিন কলকাতায় দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নামছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ঘরের মাঠে নিজের দলের প্রথম ম্যাচেই মাঠে থাকছেন না বলিউড বাদশাহ ও কলকাতার কর্ণধর শাহরুখ খান।
রবিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলবেন সাকিব-গম্ভীররা। কিন্তু দলকে সমর্থন জানাতে এদিন মাঠে আসছেন না শাহরুখ। এমন তথ্যই জানানো হয়েছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পক্ষ থেকে।
এদিকে তিনদিন পর কেকেআরের দ্বিতীয় ম্যাচও অনুষ্ঠিত হবে ইডেনে। প্রথম ম্যাচে মাঠে উপস্থিত থাকতে না পারলেও ১৩ এপ্রিল নিজের দলের দ্বিতীয় ম্যাচে ঠিকই মাঠে থাকবেন বলে জানিয়েছেন কিং খান।
এর আগে ইডেনে গম্ভীরদের প্র্যাক্টিসের পর কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর বললেন, ‘রবিবার মাঠে শাহরুখ থাকছেন না। এদিকে ১৭ এপ্রিল শাহরুখের নতুন সিনেমা ‘ফ্যান’ মুক্তি পাচ্ছে। সিনেমার প্রচারের কাজে ১৩ এপ্রিল কলকাতায় আসার কথা ওনার। সেদিন সন্ধ্যায় ইডেনে এসে দলকে সমর্থন করবেন বলে জানিয়ে রেখেছেন শাহরুখ নিজেই।’
এদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের মাত্র দু’দিন আগেও ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইনকে নিয়ে দুঃচিন্তায় ছিল নাইট রাইডার্স। বোলিং অ্যাকশনের নিষেদ্ধাজ্ঞার পরে বিশ্বকাপ চলাকালীন পিতৃবিয়োগের খবর পেয়ে পাড়ি জমিয়েছিলেন নিজ দেশে। তবে সুখবর হলো, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ছাড়পত্র পেয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন নারাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন