প্রথম সুযোগেই স্মার্টকার্ড পাচ্ছে বিলুপ্ত ছিটবাসী
কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার বাসিন্দারা হাতে পাচ্ছেন স্মার্টকার্ড। ছিটমহল বিনিময়ের এক বছরের মাথায় ভোটার তালিকাভুক্ত হয়েই
এ স্মার্টকার্ড পাচ্ছে ছিটমহলবাসী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ অক্টোবর স্মাটকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানান।
সিরাজুল ইসলাম আরো বলেন, ‘রাজধানীর অন্তত দুটি ওয়ার্ডে এবং কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় স্মার্টকার্ড বিতরণ শুরুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে’।
দাশিয়ারছড়ার মানুষ এখন বিভিন্ন নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে ১০ ডিজিটের এই স্মার্টকার্ড ব্যবহার করতে পারবেন। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ভোটারদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসি। শুরুতে জটিলতা এড়াতে ঢাকা ও দাশিয়ারছড়ার কাজকে নেওয়া হয়েছে ‘পাইলট প্রকল্প’ হিসাবে।
ইসি সচিব বলেন, ঢাকা মহানগরীর সব জায়গায় একসঙ্গে স্মার্টকার্ড বিতরণ সম্ভব হবে না। তাই আগে পরীক্ষামূলকভাবে দুটি এলাকায় বিতরণ শুরু করে সেই অভিজ্ঞতা পরে কাজে লাগানো হবে।
কুড়িগ্রাম সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে ফুলবাড়ি থানায় ১ হাজার ৬৪৩ একর আয়তনের দাশিয়ারছড়া বাংলাদেশের ভেতরে সর্ববৃহৎ ভারতীয় ছিটমহল হয়ে ছিল ছয় দশকেরও বেশি সময়। আরেক দেশের সীমানার ভেতরে বলে এসব ছিটমহলে হাসপাতাল, বিদ্যুৎ, স্কুল-কলেজ বা বিচার- প্রশাসন ছিল না। মূল ভূখণ্ডে যাতায়াত করতে হলে তাদের দেখাতে হত এলাকার পঞ্চায়েত প্রধানের দেওয়া পরিচয়পত্র।
স্মার্টকার্ড বিতরণের সময় দশ আঙ্গুল ও আইরিশের প্রতিচ্ছবি সংগ্রহ করা হবে। ভোটারদের হাতে থাকা আগের লেমিনেটেড কার্ড জমা দিতে হবে সে সময়।
রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ‘দাশিয়ারছড়ায় ভোটারদের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হবে ৩ অক্টোবর। তারা প্রথমবারের মতো ভোটার হয়েছেন। প্রথম সুযোগেই তারা এ স্মার্টকার্ড হাতে পাচ্ছে।
স্মার্টকার্ড বিরতণ কাজ শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতিও তারা নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ ছাড়াও অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব ওই অনুষ্ঠানে থাকবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নুর ইস্যুতে রনি: তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে কিছু হবে না
পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নুরকে সাংগঠনিকবিস্তারিত পড়ুন
বুধবার ফের অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
অধিভুক্তি বাতিল করে আলাদা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করতেবিস্তারিত পড়ুন
৩৮তম বিসিএসের ফল কোটামুক্ত প্রকাশ করতে হাইকোর্টের রুল
৩৮তম বিসিএসের ফল কোটামুক্তভাবে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে রুল জারিবিস্তারিত পড়ুন