প্রথম স্ত্রীকেই দ্বিতীয় বিয়ে করলেন আদনান

প্রথম স্ত্রীকেই আবারো বিয়ে করলেন প্রযোজক, অভিনেতা আরশাদ আদনান। কনের নাম সুমী। রাজধানী মগবাজার চৌরাস্তা মোড়ের কাজী অফিসে সোমবার দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
প্রায় ১১ বছর আগে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল আদনান ও সুমীর। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। সন্তানদের জন্যই আবারো একসঙ্গে সংসার শুরু করেছেন আদনান ও সুমী।
এ প্রসঙ্গে আরশাদ আদনান বলেন, ‘সন্তানদের জন্যই তো আমার সবকিছু। অনেকেই জানেন আমার জমজ সন্তান। তারা ১১ বছর ধরে আমার কাছেই ছিল। তারা বড় হচ্ছে। মাকে খুবই অনুভব করে। আমিও সন্তানদের দিকে তাকিয়ে বিয়ে করিনি। এখন সন্তানদের জন্যই আমি এবং সুমী আবারো একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
টিভি নাটক প্রযোজনার মাধ্যমে মিডিয়ায় আরশাদ আদনানের পথচলা শুরু হয়। পরবর্তীতে সিনেমায় প্রযোজনা শুরু করেন। একই সঙ্গে অভিনয়েও দেখা যায় তাকে। তার অভিনীত ‘ইউটার্ন’ চলচ্চিত্রটি বেশ সাড়া জাগিয়েছে। এতে আদনানের বিপরীতে অভিনয় করেছেন আইরিন।
আরশাদ আদনান প্রযোজিত ‘টার্গেট’ ও ‘সুলতানা বিবিয়ানা’ দুটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। এছাড়া তিনি ঈদ উপলক্ষে বেশকিছু নাটক প্রযোজনা করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন