বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রথম ১০ ওভারের আক্ষেপ ভুলতে পারছেননা মাশরাফি

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শনিবার তৃতীয় ওয়ানডেতে প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান তোলে শ্রীলংকা। সেখান থেকে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৮০ পর্যন্ত যায় স্বাগতিকরা। জবাবে প্রথম ১০ ওভারে ৬০ রান তুলতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে থামে ২১০ রানে।
বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজা মনে করছেন, শ্রীলংকার বিপক্ষে ব্যাটিং আর বোলিংয়ে প্রথম ১০ ওভারের বাজে পারফরম্যান্সেই হারতে হয়েছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিমর্ষ মাশরাফি বলছিলেন হারের কারণ নিয়ে।

‘আপনি ওদের আর আমাদের প্রথম ১০ ওভারের বোলিং দেখেন। আমরা ওখানেই ম্যাচটা হেরে গেছি। প্রথম ১০ ওভারে আমরা ৭৬ রান দিয়েছি, ওখান থেকে যদি ২০টা রান কমাতে পারতাম। আবার ব্যাটিংয়ে যদি (প্রথম ১০ ওভারে তিনটার জায়গায়) একটা বা দুটা উইকেট পড়ত। মুশফিক আমাদের সব সময়ের সেরা ব্যাটসম্যান। ও যদি থাকত কাজটা অনেক সহজ হতো’, বলেছেন বাংলাদেশ অধিনায়ক।

মাশরাফি ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারের কথা বলেছেন বটে। তবে সেটা আসলে প্রথম চার ওভার। সেই সময়ে ১১ রানের মধ্যে ফিরে যান তামিম ইকবাল, সাব্বির রহমান ও মুশফিকুর রহিম। তামিম ঝুঁকিপূর্ণ এক শটে চার রান করতে পারলেও শূন্য হাতে বিদায় নেন সাব্বির ও মুশফিক।

প্রথম ১০ ওভারে কিভাবে শ্রীলংকার এত রান হল তার উত্তর নিজেই যেন খুঁজছিলেন মাশরাফি, ‘বোলিংয়ে যখন দু’একটা ওভার খারাপ গেছে, আমরা রক্ষণাত্মক হয়ে গেছি। সে কারণে আরও বেশি সমস্যা হয়েছে। যদি গত দুই ম্যাচের মতো আক্রমণাত্মক থাকতাম। আগের দুই ম্যাচেও কিন্তু ওরা আক্রমণাত্মক শুরু করেছে। কিন্তু আমরাও আক্রমণাত্মক থাকায় ওরা পারেনি। সেখান থেকেও কিছুটা সরে এসেছিলাম। ’

অধিনায়কের উপলব্ধি, হয়তো ঠিক কোন লেংথে বল করতে হবে সেটা বুঝে উঠতে পারেননি তারা।

‘এখানে-সেখানে বোলিং করার কারণে এই অবস্থা হয়েছে শুরুতে। শেষ দুই ম্যাচে যেমন সুশৃংখল ছিলাম সেটা করতে পারিনি। শুরুতেই যেটা চাচ্ছিলাম সেটা না হওয়ায় অনেক কিছুর চেষ্টা করেছি আমরা, এটাও একটা কারণ হতে পারে’, তার উপলব্ধি।

ব্যাটিংয়ের শুরুতে নুয়ান কুলাসেকারা আর সুরাঙ্গা লাকমালের প্রথম ১০ ওভার কাটিয়ে দিতে পারলে লক্ষ্যটা সহজ হয়ে যেতে পারত। ‘আমরা জানতাম ওদের দু’জনই ভালো বোলার আছে, ওরা নতুন বলে বোলিং করবে। ওদের বলগুলো টিকে গেলে ম্যাচটা খুবই সহজ হয়ে যেত’, বলেছেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি যোগ করেন, ‘আমাদের একটা ভালো শুরু দরকার ছিল, যেন শুরুতেই উইকেট না হারাই। মাঝের ওভারগুলোয় কিন্তু ওরা অনিয়মিত বোলার দিয়ে বল করিয়েছে। তখন কাজটা অনেক সহজ হয়ে যেত। দ্রুত উইকেট হারানোয় সেটা আমরা করতে পারিনি। ’

এই সিরিজ নিয়ে এখন আর ভাবতে চান না মাশরাফি। আপাতত নজর দিতে চান টি ২০ সিরিজের দিকে। সামনে আয়ারল্যান্ড সফরে আবার ওয়ানডে খেলবে বাংলাদেশ। তার আগেই ভুল-ত্রুটি ঠিক করে নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে চান অধিনায়ক।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির