প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটের জরুরি অবতরণ নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের জরুরি অবতরণ নিয়ে তোলপাড় চলছে। মন্ত্রণালয়, বিমান এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকে গঠন করা হয়েছে তিনটি তদন্ত কমিটি।
বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আন্তর্জাতিক পানি সম্মেলনে যোগ দিতে রোববার হাঙ্গেরী যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশগাবাতে জরুরি অবতরণ করে। সেখানে ফ্লাইটের ত্রুটি ঠিক করে নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর বুদাপেস্টে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে এমন ত্রুটিতে সচিবালয়ে মন্ত্রণালয় থেকে বিমানের বলাকা ভবন পর্যন্ত তোলপাড় চলছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আলাদা তদন্ত কমিটি কাজ শুরু করেছে। বাংলাদেশ বিমানের কারিগরি প্রধান ক্যাপ্টেন বাশারকে প্রধান করে গঠিত বিমানের কমিটিকে চারদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর মধ্যেই বিকেলে বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দীর্ঘ বৈঠক করেছে সংসদ ভবনে। বৈঠক শেষে সিদ্ধান্ত জানান বিমানমন্ত্রী।
ভিভিআইপি ফ্লাইট পরিচালনায় বিমানের সাম্প্রতিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
প্রধানমন্ত্রীকে বহন করা বিমানের বোয়িং ট্রিপল সেভেন থ্রি হানড্রেড ইয়র্ড রাঙ্গা প্রভাত নামের এয়ারক্রাফটি সোমবার বিকেলেই ঢাকায় ফিরে এসেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন