প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটের জরুরি অবতরণ নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের জরুরি অবতরণ নিয়ে তোলপাড় চলছে। মন্ত্রণালয়, বিমান এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকে গঠন করা হয়েছে তিনটি তদন্ত কমিটি।
বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আন্তর্জাতিক পানি সম্মেলনে যোগ দিতে রোববার হাঙ্গেরী যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশগাবাতে জরুরি অবতরণ করে। সেখানে ফ্লাইটের ত্রুটি ঠিক করে নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর বুদাপেস্টে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে এমন ত্রুটিতে সচিবালয়ে মন্ত্রণালয় থেকে বিমানের বলাকা ভবন পর্যন্ত তোলপাড় চলছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আলাদা তদন্ত কমিটি কাজ শুরু করেছে। বাংলাদেশ বিমানের কারিগরি প্রধান ক্যাপ্টেন বাশারকে প্রধান করে গঠিত বিমানের কমিটিকে চারদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর মধ্যেই বিকেলে বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দীর্ঘ বৈঠক করেছে সংসদ ভবনে। বৈঠক শেষে সিদ্ধান্ত জানান বিমানমন্ত্রী।
ভিভিআইপি ফ্লাইট পরিচালনায় বিমানের সাম্প্রতিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
প্রধানমন্ত্রীকে বহন করা বিমানের বোয়িং ট্রিপল সেভেন থ্রি হানড্রেড ইয়র্ড রাঙ্গা প্রভাত নামের এয়ারক্রাফটি সোমবার বিকেলেই ঢাকায় ফিরে এসেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন