প্রধানমন্ত্রীকে মনের কথা বলতে পারেনি ইমাম শেখ
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যানে চড়িয়ে তার নিজ এলাকা ঘুরিয়ে দেখায় ১৭ বছর বয়সী ভ্যানচালক ইমাম শেখ। তবে প্রধানমন্ত্রীকে মনে কথা বলে উঠতে না পারায় এখনও আফসোস তার। প্রধানমন্ত্রীর কাছে একটি চাকরির কথা বলতে না পেরে এখন মনও কিছুটা খারাপ তার।
ইমাম শেখ ভ্যান চালাচ্ছে দুই বছর ধরে। তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলা সদরের পাটগাতী সরদার পাড়া গ্রামে। পঞ্চম শ্রেণি পর্যন্ত উঠে আটকে যায় ইমামের পড়াশোনা। এখন জীবনযুদ্ধ চলে ভ্যান চালিয়ে।
ইমাম শেখের বাবা আব্দুল লতিফ শেখ মানসিক রোগী, মা গৃহিণী। ইমাম শেখরা দুই ভাই, তিনবোন। তার বড় ভাই সাদ্দাম শেখ ঢাকায় নতুন চাকরি পয়েছেন। এখনও বেতন পায়নি। দুই বোন রেক্সনা ও সোহাগী আক্তারের বিয়ে হয়ে গেছে। ছোট বোন নাদিরা বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। ইমাম টুঙ্গিপাড়ায় ভ্যান চালিয়ে যা উপার্জন করে তাই দিয়েই সংসার চলে।
ইমাম শেখ বলেন, ‘শুক্রবার (২৭ জানুয়ারি) আমি পাটগাতী স্ট্যান্ডে ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলাম যাত্রীর অপেক্ষায়। প্রধানমন্ত্রীর সফরে দায়িত্ব পালনকারী দুই কর্মকর্তা আমার ভ্যানে উঠে বঙ্গবন্ধু সমাধি সৌধে যেতে বলে। আমি সমাধি সৌধের কাছে এলে নিরাপত্তা কর্মীরা আটকে দেয়। পরে ভ্যানে থাকা ওই দুই কর্মকর্তা তাদের পরিচয় দিলে আমাকে ভ্যান নিয়ে সমাধি সৌধের ১নং গেটে যেতে দেয়।’
ইমাম শেখ
ইমাম জানায়, ‘সেখানেই প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা আসেন। প্রধানমন্ত্রী ভ্যানে চড়তে আগ্রহ প্রকাশ করেন। সেখানে আমারসহ দু’টি ভ্যান ছিল। নিরাপত্তা কর্মীরা আমার ভ্যান পছন্দ করেন। আমাকে চেক করে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যায়। প্রধানমন্ত্রী ভ্যানে ওঠেন। উঠে জিজ্ঞাসা করেন- ‘তুমি ভ্যান চালাও’ । আমি উত্তরে বলি ‘হ্যাঁ’ । প্রধানমন্ত্রী বলেন, ‘ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে আমার বিদ্যুৎ নষ্ট করছো’। বলেই হেসে দেন। আমিও হেসে দিই। নিজের ভ্যানে প্রধানমন্ত্রীকে বহন করে তার নতুন বাসভবনে যাই। প্রায় ১ কিলোমিটার রাস্তা অন্য রকম আনন্দে অত্যন্ত সাবধানতার সঙ্গে চালিয়ে যাই।’
নতুন বাড়িতে পৌঁছে ভ্যান থেকে নেমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যানচালক ইমামকে ৫০০ টাকা বের করে দেন। ইমাম টাকা নিতে অস্বীকার করে। শেখ হাসিনা তার ভ্যানে চড়েছেন – এতেই সে মহাখুশি। এ কারণে টাকা নিতে অস্বীকার করে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা ইমামের পকেটে টাকা গুঁজে দেন।
ইমাম শেখ আরও জানায়, ‘এ সময়ের মধ্যে বার বার একটি চাকরি দেওয়ার কথা বলতে চেয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী আমার ভ্যানে চড়ে ঘুরবেন। আর আমিই সেই ভ্যানের চালক। এমনটা কোনোদিনও কল্পনা করতে পারিনি। এ আনন্দে শেষ পর্যন্ত আর মনের কথা বলতে পরিনি।’
ইমাম শেখ বলে, ‘প্রধানমন্ত্রীর বিদ্যুৎ উৎপাদনে অনেক শ্রম দিয়েছেন। ইঞ্জিনচালিত ভ্যানে তিনি বিদ্যুৎ নষ্টের কথা বলেছেন। তাই আমি ভ্যান ছেড়ে বিকল্প কর্মসংস্থানে যেতে চাই।’
এই সংক্রান্ত আরো সংবাদ
অধিনায়কদের কেন ছেড়ে দিল আইপিএলের ৫টি দল?
যার নেতৃত্বে গত মৌসুমে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) জিতলো কলকাতাবিস্তারিত পড়ুন
ঢাবি শিক্ষার্থীদের ৭ কলেজের অধিভুক্তি বাতিলের আল্টিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ঢাকার সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলেরবিস্তারিত পড়ুন
নতুন কোচ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
গুঞ্জন ডালপালা মেলার আগেই তা ছেঁটে দিয়ে নতুন কোচের নামবিস্তারিত পড়ুন