প্রধানমন্ত্রীকে হুমকি: ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে আরেক মামলা
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে ঢাকা সিএমএম আদালতে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
বাংলাদেশ দণ্ডবিধির ১২৪(ক) ধারায় রাষ্ট্রদ্রোহিতা, ৫০৬ ধারায় হত্যার হুমকি এবং ৫০১ ধারায় মানহানির অভিযোগে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর মালেক বৃহস্পতিবার এই মামলা করেন।
ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ মাজহারুল ইসলাম শুনানি শেষে রাষ্ট্রদ্রোহের অভিযোগ থাকায় গুলশান থানার ওসিকে সরকারের অনুমতি গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা ইসমাইল মো. গোলাম রসুল একই অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলা আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য বর্তমানে বিএনপি থেকে বহিষ্কৃত চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে এই চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর রাতে ইরাদ সিদ্দিকী তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ লিখেন, ‘শেখ হাসিনাকে গুপ্তহত্যা সম্ভব নয়, কারণ শেখ হাসিনার চারিদিকে ভারতে বিশেষ নিরাপত্তার চাদর রয়েছে। ভারতীয়রা সরাসরি শেখ হাসিনার নিরাপত্তার বিধান করছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে ভারতের স্বার্থেরই প্রতিনিধিত্ব করছেন। শেখ হাসিনাকে গুপ্তহত্যা ছাড়া বাংলাদেশে ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’ ওই রাতে অরেকটি স্ট্যাটাসে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে একটি ঘোড়ার তৈরি চিত্রের ছবি দিয়ে বঙ্গবন্ধুর পিতাকে বলিয়াদির জমিদারের ঘোড়ার ভৃত্য বলে উল্লেখ করেন। এছাড়া গত ১৫ সেপ্টেম্বর রাতে আরেকটি স্ট্যাটাসে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবির নিচে এক মাধ্যম আঙ্গুলি প্রদর্শন করিয়ে ট্রল করে পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘ভাস্কর্য হাজারো শর্বের প্রতিনিধিত্ব করে।’
এদিকে একই অভিযোগে গাজীপুর ও বগুড়ায় একটি করে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থানায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ এবং বগুড়ার শেরপুর থানায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বাদী হয়ে মামলা দুটি করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন